News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

আল্লামা ইকবালের ৮৬তম মৃত্যুবার্ষিকী পালন

সেলিব্রিটি 2024-04-23, 10:10am

the-85th-death-anniversary-of-poet-allama-iqbal-was-observed-at-the-national-press-club-on-monday-22-april-2024-526fe3d7eb3e1c6f8726aa49226d403b1713845446.jpg

The 85th death anniversary of Poet Allama Iqbal was observed at the National Press Club on Monday 22 April 2024.



মহাকবি আল্লামা ইকবালের ৮৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ২১এপ্রিল'২০২৪, জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয় 'মহাকবি ইকবালের জীবন ও চিন্তাদর্শন শীর্ষক সেমিনার।

সেমিনারের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য পেশ করেন, আল্লামা ইকবাল সংসদের সদস্যসচিব ড. আব্দুল ওয়াহিদ। তিনি বাংলাদেশে ইকবাল চর্চার গুরুত্ব ও আল্লামা ইকবাল সংসদের কার্যক্রম সম্বন্ধে সংক্ষেপে একটি পর্যালোচনা তুলে ধরেন। আল্লামা ইকবালের একটি কবিতার গীতিরূপ আবৃত্তি করেন বিশিষ্ট গীতিকার ও সুরকার লিটন হাফিজ। ইকবালের এই অসাধারণ কবিতার আবৃত্তিতে শ্রোতা এবং আবৃত্তিকারসহ সকলেই একাত্ম হন। 

"আল্লামা ইকবালের মানবঐক্যের দর্শন" শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সৈয়দ তোশারফ আলী। প্রথমে তিনি আল্লামা ইকবালের জীবন ও জ্ঞানের সফরের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। পরবর্তীতে বিশ্বায়ন, বর্তমান দুনিয়ার সংকটের প্রেক্ষিতে আল্লামা ইকবালের দর্শনচর্চা কিভাবে আমাদের সংকট উত্তরণের পথ নির্দেশ করতে পারে, তা তিনি তুলে ধরেন।

প্রধান অতিথি প্রফেসর ড: শমশের আলী শারীরিক অসুস্থতার দরুণ উপস্থিত হতে না পারলেও, তার বক্তব্য রেকর্ড করে পাঠিয়ে দেন, যা সেমিনারে শোনানো হয়। 

এছাড়া বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড: এনামুল হক আজাদ ও বিশিষ্ট গবেষক শাহ আব্দুল হালিম। 

সভাপতির বক্তব্যে বিশিষ্ট কবি ও সাহিত্যিক ও সম্পাদক, আল মুজাহিদী শুরুতেই ফি*লি*স্তি*নের প্রতি সংহতি প্রকাশ করেন। পাশাপাশি, বর্তমান দুনিয়ার প্রেক্ষিতে আল্লামা ইকবালের চিন্তা কীভাবে এখনো প্রাসঙ্গিকতা রাখে, তাও তিনি সংক্ষেপে তুলে ধরেন। 

সেমিনার সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক জাকির আবু জাফর। বক্তব্যের মাঝে কয়েকজন ইকবাল অনুরাগীর কালামে ইকবাল থেকে আবৃত্তি সেমিনারকে আরো প্রাণবন্ত করে তোলে। হাল্কা খাবার গ্রহণের মধ্য দিয়ে সেমিনার সমাপ্ত হয়।