দেশ ও দেশের বাইরে নিয়মিতই কনসার্ট করেন সংগীতশিল্পী তাহসান খান। সেই ধারাবাহিকতায় এবার এই শিল্পী যাচ্ছেন অস্ট্রেলিয়া মাতাতে। সেখানে দুটি কনসার্টে অংশ নেবেন তিনি।
এ নিয়ে তাহসান তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে বলতে শোনা গেছে, ‘হ্যালো সিডনিবাসী, আমি তোমাদের শহরে আসছি। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের এয়ার সায়েন্স থিয়েটারে আমি পারফর্ম করব। দেখা হচ্ছে সবার সঙ্গে।’
জানা গেছে, আগামী ১ জুন প্রথমে অস্ট্রেলিয়ার সিডনিতে পারফর্ম করবেন তাহসান। একক এই কনসার্টটির আয়োজন করেছে রিমেইনস অস্ট্রেলিয়া। পরে ২ জুন তিনি মেলবোর্নে এবিসিএক্স-এর আয়োজনে উইলিয়ামস টাউন হলে আরও একটি কনসার্টে অংশ নেবেন।
প্রসঙ্গত, গেল ঈদে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি গানে তাহসানকে দেখা গেছে। যাতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গানটি ব্যাপক সাড়া ফেলেছে। আরটিভি নিউজ