বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরছেন তাহসান খান। প্রত্যাবর্তন হচ্ছে আরিফুর রহমানের ‘বাজি’ ওয়েব সিরিজ দিয়ে। আর এর মাধ্যমেই প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এর আগে গোলাম সোহরাব দোদুলের ‘ছক’ সিনেমা দিয়ে ওটিটিতে কাজ শুরু করেন এই অভিনেতা।
‘বাজি’ ওয়েব সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে। এতে তার বিপরীতে থাকছেন রাফিয়াত রশিদ মিথিলা। তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। দাম্পত্য বিচ্ছেদের পর সিরিজটি দিয়ে পর্দায় ফিরছে এই জুটি।
এ প্রসঙ্গে তাহসান খান বলেন, অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম। ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার। প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে। প্রথমবার কোনো ওয়েব সিরিজে অভিনয় করলাম।
নির্মাতা আরিফুর রহমান বলেন, ক্রিকেট নিয়েই ‘বাজি’ ওয়েব সিরিজের গল্প। এই প্রথম বাংলা কোনো ওয়েব কনটেন্টে উঠে আসবে ক্রিকেটের গল্প। সবাই অনেক পরিশ্রম করেছেন সিরিজটির জন্য। শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্বও সেরেছেন তাহসান-মিথিলা। পর্দায় সেই পরিশ্রমের ছাপ দেখতে পারবেন দর্শক।
সব ঠিক থাকলে সাত পর্বের এই ওয়েব সিরিজটি আসন্ন ঈদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। আরটিভি