News update
  • Hadi's condition 'very critical' after bullet causes 'massive brain injury'     |     
  • DMP intensifies drive to arrest attackers of Hadi     |     
  • Tarique terms attack on Hadi a conspiracy against democracy     |     
  • Man held for tying, beating up youth on theft suspicion in Gazipur     |     
  • Sajid (2) lifted after 32 hrs from deep Rajshahi well, not alive     |     

শাকিবের পাশে পূজা-পরীরা, কেন এলেন না অপু বিশ্বাস?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-06-10, 6:46am

08f5223d329b394538ecb79c1651f7b44302df252042c2c5-5a0745c60a19bb5e4ba16aa023b248541717980387.jpg




শুক্রবার (৭ জুন) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হয় ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’। অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন ঢালিউড কিং শাকিব খান। সেখানে র‍্যাম্পে হাঁটেন তিনি। সঙ্গে ছিলেন একঝাঁক অভিনেত্রী। কিন্তু সেই প্রতিষ্ঠানে যুক্ত থাকলেও দেখা যায়নি অপু বিশ্বাসকে।

র‌্যাম্পে ঝলমলে পোশাকে শাকিবের সঙ্গে ছিলেন পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি। ছিলেন সাবিলা নূর ও তানজিন তিশা। চিত্রনায়ক ইমনকেও দেখা গেছে ওই সারিতে। সেখানে মুক্তির অপেক্ষায় থাকা ‘তুফান’ সিনেমার আলোচিত গান ‘উরাধুরা’তে নাচতে দেখা গেছে সবাইকে।

পরিচালকের দায়িত্বে থাকা শাকিবের রিমার্ক হারল্যানের হয়ে এই প্রথম অভিনেতার সঙ্গে র‌্যাম্পে দেখা গেছে শোবিজের জনপ্রিয় তারকাদের। সেখানে দেখা যায়নি প্রতিষ্ঠানটির অন্যতম শুভেচ্ছাদূত চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।

জানা গেছে, শাকিবের আগেই রিমার্ক হারল্যানের সঙ্গে জড়িত রয়েছেন অপু বিশ্বাস। গত এক বছর ধরে প্রতিষ্ঠানটির স্টোর উদ্বোধন করে আসছেন অপু। রিমার্কের শুভেচ্ছাদূত হিসেবে বিশেষ পরিচিত অপু বিশ্বাস। কিন্তু তাদের বিশেষ এই আয়োজনে দেখা মেলেনি তার। কিন্তু কেন এলেন না তিনি এমনই প্রশ্ন নেটিজেনদের মনে।

অপু বিশ্বাসের না আসার কারণ হিসেবে জানা গেছে, তিনি শিডিউল জটিলতায় ছিলেন। তাই সময় করতে পারেননি এই অনুষ্ঠানে অংশ নিতে। তাছাড়া গত কয়েকমাস ধরে দেশের বাইরে যেতে হয়েছে তাকে।

সম্প্রতি অবশ্য দেশে ফিরেছেন তিনি তবে ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানের জন্য কোনোভাবেই শিডিউল মেলাতে পারেননি। তাই বাকি নায়িকাদের সঙ্গে শাকিবের সঙ্গে থাকতে পারেননি র‌্যাম্প শো-তে।

ব্যবসায়ে এর আগেই নাম লিখিয়েছেন শাকিব। তবে এবার একটু ভিন্ন গল্পেই এগিয়ে যাচ্ছেন নতুন পরিচয়ে। তিনি রিমার্ক ও হারল্যানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সময় সংবাদ।