বর্তমানে পর্দায় খুব একটা দেখা যাচ্ছে না চিত্রনায়িকা শবনম বুবলীকে। তবে মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি কিংবা ভিডিওতে ভিন্ন ভিন্ন লুকে নজর কাড়েন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। হালকা পার্পেল রঙের শাড়িতে মুগ্ধতা ছড়ালেন নেটদুনিয়ায়।
বুধবার (১১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি শাড়ি পরা ছবি শেয়ার করেছেন বুবলী। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, সকালে যখন ঘুম থেকে উঠবেন, ভাববেন বেঁচে থাকা মূল্যবান একটা সুযোগ। সবার দিন সুন্দর কাটুক!’ তথ্য সূত্র আরটিভি নিউজ।