News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

মেহজাবীনের বোনের নাটকে রুমির গান

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-10-23, 10:22am

d4f4d85c1ccb7f583906d1211ae8eaa6ace5c4832c04a243-b17c9f27283a282361d21baae08c288e1729657321.jpg




এবারই প্রথম কোনো নাটকের জন্য কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি। নাটকটির নাম ‘সন্ধিক্ষণ’। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গল্পে এ নাটকের অভিষেক হতে চলেছে তার ছোট বোন মালাইকা চৌধুরীর।

‘সন্ধিক্ষণ’ নাটকের জন্য নতুন গানটি লিখেছেন ওয়াসিক সৈকত। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। গানটির শিরোনাম ‘প্রাণসখিয়া’।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় মালাইকার বিপরীতে দেখা যাবে অভিনেতা ফারহান আহমেদ জোভানকে।

গানটি প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘রাজের নাটক বলেই কাজটি করতে রাজি হয়েছি। আমার ওপর তার অধিকার আছে। গলা অনুযায়ী তিনি গানটিতে আমাকে কণ্ঠশিল্পী হিসেবে নির্বাচন করেছেন। আমাদের মধ্যকার সম্পর্ক অন্যরকম। তাকে ধন্যবাদ দেবো না। এর দরকারও নেই! তিনি আমার অন্তরেই আছেন।’

সুরকার নাভেদ পারভেজ বলেন, ‘সুর করার পরই মনে হয়েছে এই গানে আরফিন রুমির কণ্ঠ মানাবে। তবে তিনি সাধারণত অন্যের সুরে গান করেন না। কিন্তু রাজ ভাইয়ের সুবাদে এটা সম্ভব হয়েছে। আর পল্লবী রায় আমার সুর করা বেশ কিছু গান আগে গেয়েছেন। সেগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আশা করি, নতুন গানটি সবশ্রেণির শ্রোতার মন জয় করবে।’ সময় সংবাদ।