News update
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     
  • Dhaka's RMG exports reach $38.48 bn in 2024: New markets up     |     
  • Bangladesh’s GDP Growth to Decline to 4.1% in FY25: WB     |     

‘মায়া’-তে জুটি বাঁধলেন সৌমি-সাদী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-10-27, 3:52pm

rterter-a1ed30624eed54868caab5ff131a632c1730022768.jpg




শোবিজের জনপ্রিয় দুই মুখ ও শেখ সাদী ও সেমন্তী সৌমি। একজন গানের জগতের মানুষ, অন্যজন অভিনয়ের। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজর কড়েছেন সৌমি। অন্যদিকে সাদীর জনপ্রিয়তাও কম নয়। তরুণ প্রজন্মকে নিজের সুরের মায়ায় বেঁধেছেন এই গায়ক। এবার মিউজিক ভিডিওতে জুটি বাঁধলেন সৌমি-সাদী।

শিগগিরই ‘মায়া’ শিরোনামের একটি গানে পর্দা মাতাতে আসছেন এই দুই তারকা। তানভীর আহমেদের সঙ্গীতায়োজনে গানটিতে কন্ঠও দিয়েছেন সাদী। এতে র‍্যাপ করেছেন আবির। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন অমিত নাথ।

এ প্রসঙ্গে সাদী বলেন, গানটি খুবই কম সময়ে বানানো। তবে চেষ্টা করেছি সেরাটা দেওয়ার জন্য। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে গানটি। নিরাশ হবেন না তারা।

গানটি নিয়ে নির্মাতা অমিত নাথ বলেন, ‘মায়া’ গানটি খুব সুন্দর একটা গান। দৃশ্যায়ন ও যতটুকু সম্ভব অনেক ভালো করার চেষ্টা করেছি। শ্রোতা–দর্শকদের ভালো লাগবে গানটি।

জানা গেছে, শহরের বিভিন্ন জায়গায় মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ শেষ হয়েছে। শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে গানটি।

প্রসঙ্গত, ‘প্রবাসীর পরিবার’, ‘আদর্শ ঘর জামাই’, ‘আমি তোমার বস’, ‘দ্য শু বক্স’, ‘সবটাই প্রেম’সহ বহু নাটকে অভিনয়ে করে প্রশংসা কুড়িয়েছেন সৌমি। অন্যদিকে ‘ললনা’, ‘তুমি কই’, ‘আজব দুনিয়া’, ‘তোমায় ছোঁয়ার ইচ্ছে’, ‘দাঁড়ি-কমা’সহ বেশ কয়েকটি গানে শ্রোতা-দর্শকদের নজর কাড়েন সাদী।

আরটিভি