News update
  • Shibir’s Silent Resilience Yields Historic Ducsu Victory     |     
  • Nepal army deployed as protesters want ex-CJ as interim leader     |     
  • RMG workers block Dhaka-Mymensingh highway for Aug salary     |     
  • Netanyahu, we're not leaving Gaza City: Palestinians     |     
  • JUCSU voting in progress in a festive mood     |     

ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-10-27, 3:50pm

rtyertert-4ed2a6b517f8498d5c1111e0319712c21730022643.jpg




সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ভারতে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

সেই ধারাবাহিকতা ধরে রেখে সেমিফাইনালে ভুটানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে বাংলাদেশের মেয়েরা।

ভুটানকে ৭-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।