News update
  • Dhaka-Islamabad FOC on April 17 Set to Strengthen Bilateral Ties     |     
  • Tens of Thousands Rally Nationwide Against Trump Policies     |     
  • Bangladesh to Host Global Investors Summit     |     
  • Bangladesh Confident of Securing Remaining IMF Loan Installments     |     
  • KSA Halts Visas for 13 Countries Including Bangladesh     |     

হঠাৎ কেন মিশর যাচ্ছেন মেহজাবীন?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-11-07, 9:21am

dgrtreter-d333d04fe2e59e739cc78f966389d76b1730949660.jpg

সুখবর পেলেন মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত



ন মিশর যাচ্ছেন মেহজাবীন?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দায় দর্শকের ভালোবাসা অর্জন করে তিনি নাম লিখিয়েছেন বড় পর্দায়। তার প্রথম সিনেমা ‘সাবা’র মাধ্যমে ঘুরে বেড়িয়েছেন আন্তর্জাতিক মহলে। আন্তর্জাতিক তারকাদের সঙ্গে তার নাম ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। হঠাৎ খবর এলো মেহজাবীন যাচ্ছেন মিশর।

এবারও এক নতুন খবর নিয়ে সামনে এলেন এই জনপ্রিয় অভিনেত্রী। তার প্রথম ছবি ‘সাবা’ দিয়ে টরন্টো, বুসানের মতো আন্তর্জাতিক সিনেমা উৎসব কাঁপিয়ে এসেছেন তিনি। এবার তার দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ যাচ্ছে মিশরে।

খবরটি জানিয়ে মেহজাবীন ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ সম্মানজনক কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ বিশ্ব প্রিমিয়ারের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। যা এই নভেম্বরের মাঝামাঝি সময়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হবে। কখনও ভাবিনি যে বাংলাদেশের ওপর ভিত্তি করে তৈরি গল্প আন্তর্জাতিক মঞ্চে এতটা প্রাসঙ্গিক হবে। এটি আমাদের টিমের জন্য একটি বিশাল সাফল্য।’

অভিনেত্রী দেশে মুক্তির বিষয়ে বলেন, ‘বিশ্ব প্রিমিয়ারের পর আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের দর্শকদের জন্যও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। যেমন আপনারা সবসময় আমার পাশে ছিলেন আমার প্রতিটি কাজে, প্রিয় মালতী মুক্তির সময়ও আপনাদের সবাইকে পাশে চাইব।’

জানা গেছে, কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি লড়বে ‘গোল্ডেন পিরামিড’ পুরস্কারের জন্য। ‘প্রিয় মালতী’ ছাড়াও এ বিভাগে এখন পর্যন্ত ১৫টির মতো ছবির নাম দেখা গেছে।

‘প্রিয় মালতী’তে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।

মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়া জগতে পা রাখেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। তাছাড়া বড় পর্দায়ও নাম লিখিয়েছেন অভিনেত্রী।