News update
  • Munshiganj General Hospital catches fire; no injury reported     |     
  • Dhaka’s air records ‘unhealthy’ on Monday morning     |     
  • Dhaka seeks global pressure on Myanmar for lasting peace     |     
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     

নাঈম-তানিয়ার বিয়েতে যত শর্ত

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-11-25, 6:21pm

img_20241125_182042-0590180fe4170a052821bfe4cc60298c1732537268.jpg




সাফায়েত ও জিমি কলেজে পড়ার সময় কাছাকাছি আসে। বন্ধুত্ব থেকে তৈরি হয় ভালোবাসা। তবে সাফায়েতের উচ্চাশা ছিল আরও বড় কিছু অর্জনের। নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে সে বিদেশে পাড়ি জমায়, ফেলে যায় তাদের ভালোবাসার অসমাপ্ত অধ্যায়।

এর বেশ কিছু বছর পর দেশে ফিরে সাফায়েত দেখে, তার পরিবার বিয়ের জন্য উপযুক্ত পাত্রী খুঁজছে। ভাগ্যের চমক, পাত্রী হিসেবে সামনে আসে সেই পুরোনো প্রেম জিমি! কিন্তু এবার সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য জিমি সাফায়েতের কাছে পাঁচটি শর্ত রাখে। সেই শর্তগুলোই তাদের গল্পে নতুন উত্তেজনা যোগ করে।

এমনি একগল্প নিয়ে পরিচালক রাকেশ বসু নির্মাণ করছেন নাটক ‘শর্ত দিয়ে বিয়ে’। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন এফ এস নাঈম ও তানিয়া বৃষ্টি।

নাটকটি নিয়ে তিনি বলেন, ‘গল্পটি একটি পারিবারিক কমেডি ড্রামা। এ নাটকে সম্পর্ক, ক্যারিয়ার এবং জীবনের টানাপোড়েন চমৎকারভাবে ফুটে উঠেছে। প্রতিটি শর্ত কেবল প্রেমের গল্পকে এগিয়ে নেয় না, এটি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকেও চ্যালেঞ্জ জানায়।

সাফায়েত চরিত্রে অভিনয় করা এফ এস নাঈম বলেন, এটি একটি গতিশীল গল্প, যেখানে রোমান্স এবং হাস্যরসের দারুণ সংমিশ্রণ রয়েছে। আমার চরিত্রটি একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষের, যে প্রেম এবং নিজের লক্ষ্যের মধ্যে ভারসাম্য খুঁজে পেতে লড়াই করে। শর্তগুলো শুধুই সম্পর্কের পরীক্ষা নয়, এটি তার জীবনের নতুন অধ্যায়ের শুরু।

তানিয়া বৃষ্টি বলেন, জিমি এমন একজন, যে জীবনের কঠিন পরিস্থিতিতে নিজের জন্য সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না। স্কুলের পর পরিবার থেকে তার ওপর বিয়ের চাপ আসে। এ সময়ই ফিরে আসে পুরোনো প্রেমিক। তবে এবার সম্পর্ক এগিয়ে নিতে জিমি নিজের শর্তগুলোকেই প্রধান করে তোলে। দর্শকরা নাটকটি দেখলে গল্পের গভীরতা বুঝতে পারবেন। আরটিভি