News update
  • Remittance surges to $2.68 billion in 29 days of November     |     
  • Probe body says Hasina had 'green signal' for BDR Carnage     |     
  • BDR mutiny was conspiracy to destabilise BD: Inquiry chief     |     
  • Teesta Bundh ‘renovation’ in Rangpur turns into a 'sand bonanza'     |     
  • সমুদ্র থেকে লাইটার জাহাজে লাফিয়ে উঠলো ৩ মণ ইলিশ     |     

রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকিট মূল্য কত

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-12-10, 11:54am

detetew-2a28c30d5b8eddd7504add1d40935e361733810070.jpg




ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন অসংখ্যজন। তাদের পরিবারের সহযোগিতা, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আয়োজিত হচ্ছে চ্যারিটি কনসার্ট। আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্পিরিটস অব জুলাই’।

‘ইকোস অব রেভোলিউশন’ শিরোনামের এই কনসার্টে গান গাইবেন পাকিস্তানের খ্যাতনামা শিল্পী রাহাত ফতেহ আলী খান। এবার এই কনসার্টের টিকিট অনলাইনে শ্রোতা-দর্শকদের জন্য উন্মুক্ত করেছে আয়োজক সংগঠনটি।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকে সবার জন্য টিকিট ছাড়া হয়। যেখানে দেখা যায় ভিআইপি টিকিট ১০ হাজার টাকা, ফ্রন্ট রো ৪ হাজার ৫০০ টাকা ও জেনারেল টিকিট ২৫০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি একই দিনে কনসার্টের ফাইনাল লাইন আপও ঘোষণা করা হয়েছে।

এদিন অনুষ্ঠানে রাহাত ফাতেহ আলী ছাড়াও কনসার্টে পারফর্ম করবে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ। আরও রয়েছেন র‌্যাপ সংগীতশিল্পী সেজান, হান্নান এবং সিলসিলিা। এ ছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী ও মঞ্চনাটকও হবে। আরটিভি