News update
  • Dhaka’s air quality ‘moderate’ Thursday morning     |     
  • Injured nilgai rescued in Panchagarh     |     
  • Nobody wins trade wars, Guterres warns     |     
  • China positions itself as 'free trade champion' as tariffs hit     |     
  • US imposes New Sanctions Targeting Iran’s Nuclear Program     |     

মাহফিলে ‘তুমি’ সম্বোধন, যে ব্যাখ্যা দিলেন আজহারী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-01-14, 7:34am

img_20250114_073232-9cbddfe418a96bd4d48b791a310ed2d81736818495.jpg




মাহফিলে শ্রোতাদের ‘তুমি’ সম্বোধন করে সমালোচনার শিকার হয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। এবার সিলেটের এমসি কলেজ মাঠে ‘তুমি’ সম্বোধনের ব্যাখ্যা দিয়েছেন জনপ্রিয় এই জনপ্রিয় ইসলামী আলোচক।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি মাহফিলগুলোতে সাধারণত শ্রোতাদের ‘আপনি’ বলে সম্বোধন করি। মাঝে মাঝে কিশোর ও তরুণ শ্রোতাদের ‘তুমি’ বলে অ্যাড্রেস করি। কখনো ঢালাওভাবে ‘তুমি’ সম্বোধন করি না।’

তিনি লিখেন, ‘একটা সময় ছিল যখন মাহফিলগুলোতে বেশিরভাগ শ্রোতা ছিলেন বয়স্করা। পঞ্চাশ কিংবা ষাটোর্ধ্ব মুরুব্বিরা। আলহামদুলিল্লাহ সময় বদলেছে। এখন মাঠে জেন-জি দেরকে আমরা শ্রোতা হিসেবে পাচ্ছি। তরুণ প্রজন্মের এই ছেলেগুলো আপনি-র চেয়ে তুমি বললেই বেশি উৎফুল্ল হয়। আর তুমি বলে, আমিও সহজেই তাদের সাথে কানেক্ট করতে পারি।’

আজহারী লেখেন, ‘মূলত ওদেরকে বেশি আপন করে নিতেই, স্নেহভরে এই ‘তুমি’ সম্বোধন। আপনি-তুমির মিশেলে চলুক না আমাদের ভাবের এই আদান প্রদান।’

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসীর মাহফিল ঘিরে এমসি কলেজ মাঠে লক্ষাধিক মানুষ জড়ো হয়। এ কারণে মাহফিল পরিচালনায় বেগ পেতে হয় তাকে। শ্রোতাদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। বেশ কয়েকবার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে মোনাজাতের মাধ্যমে মাহফিল সংক্ষিপ্ত করেন তিনি। আরটিভি