News update
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     
  • DU Syndicate for renaming Sheikh Mujib Hall after Osman Hadi     |     

যারা ইসলাম ও কোরআনের কথা বলেন, তারা ধর্ম ব্যবসায়ী নয়

ময়মনসিংহে মিজানুর রহমান আজহারী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-15, 11:36pm

ewrqrqwe-ef0cbe220eeeb3b332b5d4b1273f7e2f1739640996.jpg




জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, এদেশের আসল পরিচয় হলো ইসলাম। যারা ইসলামের কথা বলে, যারা কুরআনের কথা বলে, তারা ধর্ম ব্যবসায়ী নয়। তিনি বলেন, আলমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেম বিদ্বেষী হবেন না। তাহলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে লাখো তৌহিদী জনতার উদ্দেশে পবিত্র কুরআনের সুরা আজহাবের ৩৫ নম্বর আয়াতের তাফসিরের সময় মিজানুর রহমান আজহারী এসব কথা বলেন। 

ড. আজহারী বলেন, আল্লাহ বলেছেন—আল্লাহ আদেশ সবাইকেই মানতে হবে। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, তারাই মুসলিম। আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী মুসলমানের কোনো বিধান থাকে না।

সার্কিট হাউস মাঠে আল ইসলাম ট্রাস্ট আয়োজিত শতবর্ষী আলেমে দ্বীন হাফেজ মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে ও আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল। 

আরও বক্তব্য দেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ শাইখ শাহ ওয়ালী উল্লাহ, বেতার ও টেলিভিশনের তাফসিরকারক শাইখ মুহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার। 

মিজানুর রহমান আজহারী বলেন, এ পৃথিবীতে সবচেয়ে দামি হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া জগৎ চলে না। স্বামী-স্ত্রীর সম্পর্ক কীসের ওপর টিকে থাকে? বিশ্বাসের ওপর। পার্টনারশিপের ব্যবসাও টিকে থাকে বিশ্বাসের ওপর। বিশ্বাসীরা টিকে না থাকলে পৃথিবী আল্লাহ টিকিয়ে রাখতেন না। একজন বিশ্বাসী বেঁচে থাকলে আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না। জগৎটাই চলে বিশ্বাসের ওপর। বিশ্বাস আছে বলেই দেশ টিকে আছে। 

এই ইসলামি চিন্তাবিদ বলেন, ইমান ছাড়া নেক আমলের কোনো স্বীকৃতি নেই। যার হৃদয়ে ইমান আছে, সেই সফল। যারা ইমান এনেছেন তারাই সফল হয়েছেন। 

ড. মিজানুর রহমান বলেন, মিথ্যা হলো মহাপাপ।…আমাদের অনেকেই মিথ্যা বলেন। আদালতে মিথ্যা সাক্ষী দেন, আমাদের দেশে মিথ্যা সাক্ষীতে অনেকের ফাঁসিও হয়েছে। আমার নবী (স.) জীবনে একটা মিথ্যাও বলেনেনি। মিথ্যাবাদীদের সাপোর্ট করা যাবে না। সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়। মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। এক্ষেত্রে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন পথে যাবেন।  তিনি আরও বলেন, ধৈর্যশীল নারী ও পুরুষকে আল্লাহ পছন্দ করেন। বিপদ আসলে ধৈর্যের সঙ্গে সবর করতে হবে। আমাদেরকে গালি দেয়, মৌলবাদী আর রাজাকার বলে। রাজাকার রাজাকার বলে গালি দেওয়ার দিন শেষ। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না। 

এই স্কলার্স বলেন, আমরা মা-মাটির কথা বলি। দেশপ্রেমের কথা বলি। জনগণ ও ইসলামের কথা বলি। আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদের বলা হয় মৌলবাদী। 

মিজানুর রহমান আজহারী আরও বলেন, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্মের সত্যকথা প্রচার করি। দেশ ও জনগণের যেটা ভালো সেটাই বলি। যারা ইসলামের কথা বলে, যারা কুরআনের কথা বলে, তারা ধর্ম ব্যবসায়ী নয়। তিনি বলেন, আলমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে জীবনকে উজ্জ্বল করেন আল্লাহ। আলেম বিদ্বেষী হবেন না। তাহলে দুনিয়াও শেষ আখেরাতও শেষ।