News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

হুইল চেয়ারে বসে মোশাররফ করিম, যা জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-03-30, 2:43pm

y5432424214-56156fcf18544e489ca0be9efaa7542c1743324212.jpg




মোশাররফ করিম মানেই ভিন্নমাত্রার কিছু। বহু আগেই নানান চরিত্রে কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নাটক-সিনেমা কিংবা ওটিটি—সব স্তরেই সমানভাবে নিজেকে প্রমাণ করেছেন অভিনেতা। একের পর এক থ্রিলার কনটেন্টে জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। 

এদিকে, ঈদে মুক্তির অপেক্ষায় মোশাররফ করিমের ছবি ‘চক্কর ৩০২’। শাকিব-নিশোদের সঙ্গে এবার ঈদের প্রতিযোগিতা করবে ছবিটি। ইতিমধ্যে ট্রেলারে বেশ সাড়াও ফেলেছে এটি। শনিবার (২৯ মার্চ) অনুষ্ঠিত হয় সিনেমার প্রিমিয়ার শো।আর সেখানে হুইল চেয়ারে হাজির হলেন মোশাররফ করিম যা বেশ চমকে দেয় সবাইকে। 

রাজধানীর বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্স নির্মাতা শরাফ আহমেদ জীবনের ঈদের সিনেমা ‘চক্কর ৩০২’ এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। কিন্তু এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা মোশাররফ করিম যখন প্রবেশ করলেন তখন তাকে দেখে অবাক হয়েছিলেন উপস্থিত সবাই। কারণ, অন্যদিনের মত স্বাভাবিক ছিলেন না তিনি। পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ারে করে অনুষ্ঠানে প্রবেশ করেন এই অভিনেতা। প্রথমে মোশাররফ করিমকে দেখে অনেকেই মনে করেছিল এটি হয়তো সিনেমার প্রচারণার একটি অংশ। কিন্তু না। মোশাররফ করিম ও নির্মাতা শরাফ আহমেদ জীবন জানালেন, এটি সিনেমার প্রচারণার কোনও অংশ না।বাস্তবে তার পায়ে ফোঁড়াজনিত কারণে অস্ত্রোপচার হয়েছে।

শরাফ আহমেদ জীবন গণমাধ্যমকে বলেন, মোশাররফ ভাইয়ের পায়ে একটি অস্ত্রোপচার হয়েছে। তারপরও যে তিনি আজকের প্রিমিয়ারে আসবেন এটা আমরা কল্পনাও করিনি। তিনি তার ডেডিকেশনের জায়গা থেকে এসেছেন। এজন্যই তিনি সেরা। এজন্যই তিনি মোশাররফ করিম। একজন নির্মাতা হিসেবে বলতে পারি, এদেশে তার মত ডেডিকেটেড অভিনেতা পাওয়া সত্যিই কঠিন।

মোশাররফ করিম বলেন, এখানে উপস্থিত হয়ে আজ সিনেমাটি যারা দেখলেন তারাই বলতে পারবেন এটি কেমন আছে। তবে আমি এটুকু বলতে পারি সবাই দারুণ অভিনয় করেছেন। কারণ, জীবন সবার থেকে অভিনয়টা আদায় করে নিয়েছেন। এছাড়া এখানে নতুন কয়েকজন শিল্পী কাজ করেছেন। তারা কিন্তু কোনও অংশেই কম করেনি। ওদের নিয়ে আমি খুব আশাবাদী। আশাকরি সিনেমাটি সবার ভালো লাগবে।

আয়োজিত  প্রিমিয়ার শোতে অতিথিদের মধ্যে ছিলেন, অভিনেত্রী আফসানা মিমি, বিজরী বরকতুল্লাহ, মেহজাবিন চৌধুরী, রুকাইয়া জাহান চমক, আইশা খান, চক্কর সিনেমার অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, রওনাক হাসান, মৌসুমী নাগ ও শাশ্বত দত্তসহ আরও অনেকে।আরটিভি