News update
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     
  • RMG Exports Up 10.84% in July–March     |     

ঢাকায় আসছেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-04-09, 8:50am

eferwerew-65aba28aaf7fbf6cf77e7fe520992cbe1744167056.jpg

পাকিস্তানের জনপ্রিয় গায়িকা আইমা বেগ। ছবি: সংগৃহীত



জনপ্রিয় গান ‘পেয়ার হুয়া থা’ খ্যাত গায়িকা আইমা বেগ ঢাকায় আসছেন। খুব শিগগিরই ঢাকার মঞ্চে সুরের জাদু ছড়াবেন এ সংগীতশিল্পী।

সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কনসার্টটির আয়োজক ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

ইয়ামাহা মিউজিকের জ্যেষ্ঠ নির্বাহী আল শাহরিয়ার বলেন, বরাবরই কনসার্টের আয়োজন করা হয়। তবে এবার বড় পরিসরে করা হচ্ছে। পাকিস্তানি সংগীতশিল্পী আইমার সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পীরাও।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইমা একটি ভিডিও বার্তা শেয়ার করেন। জানান, প্রথমবার বাংলাদেশে আসছেন তিনি। আগামী ১১ এপ্রিল ঢাকার মঞ্চে গান গাইবেন।

২০১৫ সালে জনপ্রিয় একটি টেলিভিশন শোয়ের মাধ্যমে সংগীতে ক্যারিয়ার শুরু করেন আইমা বেগ। ২০১৬ সালে পাকিস্তানি সিনেমায় প্রথম প্লেব্যাক করেন। দর্শকদের সুন্দর সুন্দর গান উপহার দিয়ে হয়ে ওঠেন সেরা পপ গায়িকা।

পাকিস্তানের কোক স্টুডিওতে নিয়মিত ২০১৭, ২০১৮ ও ২০১৯ তিন মৌসুমে গান গেয়েছেন। তার উল্লেখযোগ্য ও জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘পেয়ার হুয়া থা’, ‘ফিতুর’, ‘আইটেম নাম্বার’, ‘গ্রুভ মেরা’,‘মালাং’, ‘না ছের মালাংগান’, ‘লং টাইম’ ইত্যাদি।