News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

নতুন সিদ্ধান্তে ঢাকা ছেড়ে কোথায় গেলেন সমু চৌধুরী?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-06-14, 5:52pm

7a27ac9acc460f8e60fd80e49650958af39a7012edded3dc-03b4929dec215a8d289de42870ef25ea1749901972.jpg




ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ মিসকিনের মাজারে অবস্থান করার সময় ভাইরাল হন মঞ্চ, টিভি এবং সিনেমার জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। এরপর পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিবারের সঙ্গে ঢাকায় ফেরেন অভিনেতা। কিন্তু ঢাকায় ফিরেই নতুন সিদ্ধান্ত নেন সমু চৌধুরী।

এ মুহূর্তে যশোরে অবস্থান করছেন সমু চৌধুরী। সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন অভিনেতার চাচাতো ভাই রাইসুল ইসলাম। কিছু দিন এখানেই মায়ের সঙ্গে সময় কাটাতে চান তিনি।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেতা সমু চৌধুরীর একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে থাকা গাব গাছের নিচে শুয়ে আছেন সমু।

খবর ছড়িয়ে পড়লে দ্রুত ব্যবস্থা নিতে শুরু করে অভিনয়শিল্পী সংঘের দায়িত্বপ্রাপ্তরা। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন জানান, অভিনেতা সমু চৌধুরীর প্রয়োজনীয় সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব তাদের। কিন্তু পরে জানা যায়, সমু সম্পূর্ণ সুস্থ।

এরপর ১২ জুন দিবাগত রাতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিবারের সদস্যদের সঙ্গে সমু ঢাকায় ফেরেন। কিন্তু শুক্রবার (১৩ জুন) সকালেই যশোরের পথে রওনা হন সমু। দীর্ঘদিন পর মায়ের কোলে ফিরে সব বিভ্রান্তি ভুলে শান্তির পরশ খুঁজে পেতে নতুন এ সিদ্ধান্ত অভিনেতার।

চাচাতো ভাই রাইসুল জানান, দীর্ঘ জার্নির পর মায়ের সাথে সময় কাটাতে পেরে বেশ খুশি সমু। কিছুদিন যশোরে মায়ের সঙ্গেই থাকার ইচ্ছা রয়েছে তার।

নব্বইয়ের দশকে টেলিভিশন নাটকে দর্শক মাতিয়েছিলেন এ মঞ্চ অভিনেতা। মাঝে অভিমান করে অভিনয় ছেড়ে গ্রামের বাড়ি যশোরে চলে যান। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরে আসেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

সমু চৌধুরীর অভিনয়ে অভিষেক হয় যশোরের উদিচি নাট্যগোষ্ঠির মাধ্যমে। অভিনেতার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জন্মভূমি, রঙের মানুষ, বিবর্ণ প্রজাপতি, অনেকেই একা, এত কষ্ট কেন ভালোবাসায়, দূরের আকাশ ইত্যাদি।