News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

হিরো আলমের মামলায় মুচলেকায় জামিন পেলেন রিয়ামনি ও তার বন্ধু

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-06-22, 9:12pm

23ae57149bdc499752556ff267a998fe3f0a1f18e30c8df4-74a98447d8962d2f7b28bc2760ab38e61750605146.jpg




কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের করা মামলায় জামিন পেলেন রিয়ামনি ও তার বন্ধু ম্যাক্স অভি রিয়াজ। দুজনের ‘অনৈতিক সম্পর্ক’ হাতেনাতে ধরার পর তাদের পুলিশের ধরিয়ে দেয় এলাকাবাসী।

শনিবার (২১ জুন) কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টার মামলা করলে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

রোববার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানি শুরু হলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. মোস্তানছির বিল্লাহ অভিযুক্তদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামি পক্ষের উকিল অভিযুক্তদের জামিনের আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও সবার বক্তব্য শুনে শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। ১ হাজার টাকা মুচলেকায় জামিন পান রিয়ামনি ও তার বন্ধু ম্যাক্স অভি রিয়াজ।