News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ভাগ্যশ্রীর সঙ্গে শাকিল খানের পুরনো ছবি ভাইরাল

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-06-28, 8:30pm

3445dee884fd2e24496f13224829619528387f4798e388b1-3d75f2c0c0b9cc4d3cedec87dec015611751121010.jpg




বলিউডের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রীর সঙ্গে ঢালিউড চিত্রনায়ক শাকিল খানের পুরনো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি নজর কেড়েছে ভক্ত ও নেটিজেনদের।

ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, একটি মাঠে দুটি প্লাস্টিকের চেয়ারে বসে রয়েছেন শাকিল ও ভাগ্যশ্রী। সে মুহূর্তই ক্যামেরাবন্দি করেন পাশে থাকা কোনো পরিচিত ব্যক্তি।

ছবিতে আকাশী ও নীল রংয়ের বাটিকের একটি সালোয়ার কামিজ পরেছেন অভিনেত্রী। অন্যদিকে শাকিল পরেছেন মেরুন রংয়ের টিশার্ট, কালো রংয়ের স্লিভলেস কোর্ট ও অ্যাশ রংয়ের জিন্স।

ভাইরাল ছবিটি প্রায় ২৫ বছর আগের। জানা যায়, ঢালিউড সিনেমা ‘শত্রু ধ্বংস’র শুটিং স্পটে ছবিটি তোলা। এ সিনেমায় শাকিল খানের বিপরীতে অভিনয় করেন বলিউডের এ জনপ্রিয় অভিনেত্রী।

ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত বি এন প্রোডাকশনস প্রযোজিত ‘শত্রু ধ্বংস’ সিনেমায় শাকিল খান, ভাগ্যশ্রী ছাড়া আরও অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, নূতন, আহমেদ শরীফ, গোলাম মোস্তফা, কৌতুক অভিনেতা দিলদারের মতো গুণী অভিনয়শিল্পীরা। সিনেমাটি ২০০১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।