News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

সমুদ্রপাড়ে এমন মিমকে আগে দেখেনি কেউ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-08-04, 9:12pm

128f5c5e7e3d559263a8dc3e68cdf16f8170f376a54ecc3c-2436a019ffec3f6b272150829a0097761754320368.jpg




জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে অনেক দিন তেমন কোনো কাজে দেখা যাচ্ছে না। তবে একটি সিনেমা আসার অপেক্ষায় রয়েছে। সোশ্যাল মিডিয়াতে বেশ সরব তিনি। ধরা দিয়েছেন অন্যরকম লুকে। যেমনটি তাকে আগে দেখেনি কেউ।

সাম্প্রতিক সময়ে অভিনেত্রীকে বেশ কয়েকবার দেখা গেছে বিভিন্ন দেশের সমুদ্র সৈকতে। এবার তার নতুন কিছু ছবিতে ধরা দিল একগুচ্ছ চোখজুড়ানো ছবি; সেটিও কোনো এক সমুদ্র সৈকত থেকেই।

সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মিম। যেখানে তাকে দেখা যাচ্ছে সমুদ্রসৈকতের ধারে একেবারে স্বচ্ছন্দ ভঙ্গিতে, মোহনীয় এক লুকে। রোদ্রস্নানে যেন তার রূপ আর ফুটে ওঠে। পরনে গোলাপি রঙের হালকা প্রিন্টেড ফ্লোরাল ড্রেস, চোখে সানগ্লাস। সঙ্গে খোলা চুলে ক্যামেরার সামনে পোজ- যা রীতিমতো ভক্তদের নজর কাড়ে।

ছবিগুলোর কোথায় তোলা, তা সরাসরি উল্লেখ না থাকলেও দৃশ্যপট ও পরিবেশ দেখে ধরে নেওয়া যায় এটি দেশের বাইরের কোনো সৈকত।

ছবির ক্যাপশনে কিছু না লিখে শুধু একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন মিম। যদিও মন্তব্যঘরে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন তাকে। কেউ লিখেছেন, 'অনেক সুন্দর লাগছে', কেউ আবার দিয়েছেন 'লাভ' ইমোজি।