News update
  • Bangladesh Army takes 15 officers into custody     |     
  • DUCSU wants trial of all involved in enforced disappearances, killings     |     
  • ICT to Hear Hasina Crimes Against Humanity Case     |     
  • Army Detains 15 Officers Over War Crimes Warrants     |     
  • Machado dared to imagine a better world, worked tirelessly: Prof Yunus     |     

রাজ্জাককে স্মরণ করে ফেসবুকে কী লিখলেন শাবনূর?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-08-22, 7:44am

e6fe8c9a689c2c2a11726f36ef17e731eb676da5507f30ef-9eb76f01964db2e9a99fb1a49d3f092f1755827096.jpg




বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের চলে যাওয়ার দিন। স্মৃতিবিজড়িত এ দিনের কথা স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নায়করাজ রাজ্জাকের ও নিজের একটি ছবি আপলোড করেন শাবনূর। ক্যাপশনে লেখেন,

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি আপনাকে, লিজেন্ড। পরপারে ভালো থাকুন।

ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় রাজ্জাকের সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে শাবনূরের। তাদের অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য স্বপ্নের ভালোবাসা, পৃথিবী তোমার আমার, অচেনা, প্রেম বদনাম, তুমি আমার স্বামী, আশা আমার আশা, এক টাকার বউ, সমাজকে বদলে দেও, তোমাকে বউ বানাবো ইত্যাদি।

প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

ক্যারিয়ারে শীর্ষে থাকার সময় হঠাৎই অভিনয় জীবন থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেন শাবনূর। সর্বশেষ ২০২৩ সালে শাবনূর নারীকেন্দ্রিক সিনেমা ‘রঙ্গনা’য় অভিনয় করেন, যে সিনেমার কাজ এখনও শেষ হয়নি।