News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন স্বপন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-08-26, 7:48am

b89c911e874f9a49bac5654d22f7680d687c932c3745ab14-9070ba0c834eae6aace6dc55fa7d0d611756172917.jpg




কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুলেছেন কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন তিনি।

রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার হন আফ্রিদি। এরপরই একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে তার নানা অপকর্মের কথা। তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন একাধিক কনটেন্ট ক্রিয়েটর।

তাদেরই একজন স্বপন। সামাজিক যোগযোগ মাধ্যমে লাগাতার স্ট্যাটাস দিয়ে জানাচ্ছেন তৌহিদ আফ্রিদির অপকর্মের কথা।

সর্বশেষ সোমবার (২৫ আগস্ট) স্বপন তার ভেরিফায়েড ফেসবুকে জানান মামলা করার কথা। লেখেন,

আমি মামলা করার কথা ভাবছি । ভালো একজন উকিল প্রয়োজন। এরা আমার জীবন থেকে এক বছর কেড়ে নিয়েছে। আমার কান্নায় এদের মন গলেনি তখন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারের পর রাতেই তৌহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হয়। আদালতে সিআইডি তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। তার পরিপ্রেক্ষিতে আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় সম্প্রতি একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। এই মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।

এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে।