News update
  • US Issues Travel Alert for Bangladesh Ahead of Election     |     
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     

'জাস্টিস ফর সালমান শাহ’ স্লোগানে রাজপথে ভক্তরা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-11-09, 7:23am

ab1dea0eebb2c95ba52bb6d1e7e99e0ff109b4130df16cc9-1-bef90b9518c63f12cfa8ffc13272400f1762651395.jpg




গাজীপুর সদরের শিববাড়ি মোড়ে শনিবার (৮ নভেম্বর) দুপুরে 'জাস্টিস ফর সালমান শাহ’ স্লোগানে মানববন্ধন করেন সারাদেশ থেকে আগত সালমান শাহ ভক্তরা।

কাশিমপুর, গাজীপুর মহানগর ও সালমান শাহ স্টেশন যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রিয় নায়কের হত্যার বিচার চান তার ভক্তরা।

এর আগে সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্টু বিচারের দাবিতে শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সালমান ভক্তরা। প্রিয় নায়কের মৃত্যুর ২৯ বছর পরও বিচার না পেয়ে তাদের কণ্ঠে ক্ষোভ, বেদনা আর দীর্ঘ প্রতীক্ষার আহাজারি দেখা যায়।

ভক্তদের অভিযোগ, দীর্ঘ ২৯ বছর পর অপমৃত্যুর মামলা হত্যা মামলায় হস্তান্তর হওয়ার ২ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো আসামিদের গ্রেফতার না করায় ন্যায়বিচার ধীরগতি। তাদের দাবি, আগাম জামিন ঠেকিয়ে যেন দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়।

২০ অক্টোবর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত। ঐদিনই রমনা থানায় ১১জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।

ঢালিউডের অমর নায়ক সালমান শাহ, যার মৃত্যুতে কেঁদেছিল সিনে প্রেমিরা, আজও তার ভক্তরা ন্যায়বিচারের আশায় পথ চেয়ে রয়েছেন।