News update
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     
  • Panchagarh records lowest temperature 10.5°C so far this year      |     
  • Christmas returns to Bethlehem after two years of Gaza war     |     
  • কলাপাড়া মুক্ত দিবসে এবার সাড়া নেই কার     |     
  • One killed, two injured in attack at Ctg meeting over marriage     |     

আমার ফিউচার হিরোইন হানিয়া আমির: শাকিব খান

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-11-15, 8:53am

ef87c4de19448d6d6d53881aa016e8f0aa28922918d5078c-9cabe2caac490a82b8c50caaadab0ee81763175182.jpg




এবার ঢালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তাও আবার বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের বিপরীতে। সম্প্রতি এমনই তথ্য জানিয়েছেন অভিনেতা নিজেই।

রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার সময় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের কাছে নতুন তথ্য প্রকাশ করেন শাকিব। জানান, হানিয়া আমির তার ফিউচার হিরোইন।

সম্প্রতি নেট দুনিয়ায় প্রকাশ পেয়েছে রাফসান ও নতুন সিনেমা ‘সোলজার’র লুকে ধরা দেয়া শাকিব খানের ভিডিও। ওই ভিডিওতে দুই সেলিব্রেটিকে দেখা যায় নানা বিষয়ে কথা বলতে।

৯ মিনিটের ওই ভিডিওতে শাকিব ও রাফসানের আলাপচারিতার এক পর্যায় ওঠে হানিয়া আমির প্রসঙ্গ। শাকিব রাফসানকে বলেন,

তোমার একটি ভ্লগ দেখলাম, আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।

শাকিবরে মুখে এমন কথা শুনে চমকে যান রাফসান। এরপর লাজুক হাসি হেসে রাফসান শাকিব খানকে জিজ্ঞাসা করেন,

উনি কি আপনার সঙ্গে মুভি করছেন?

তখন জবাবে মেগাস্টার শাকিব খান বলেন,

হ্যাঁ, একটা মুভির কথা রয়েছে।

এ মুহূর্তের ভিডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে শাকিব ভক্তদের মাঝে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। তারা আশা করছেন, নায়কের নতুন সিনেমাতেই দেখা মিলবে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের।

প্রসঙ্গত, বর্তমানে ‘সোলজার’ ও ‘প্রিন্স’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড চিত্রনায়ক শাকিব খান।