News update
  • Legendary Mushfiqur creates history, hitting a ton in his 100th Test     |     
  • U.S. trade deficit drops 24% in Aug as tariffs reduce imports     |     
  • Belem countdown: Climate talks race to the finish     |     
  • 100 rooms of a colony burned to ashes in Gazipur     |     
  • BNP demands Returning Officers, Assistant ROs from EC’s staff     |     

মিস ইউনিভার্সের দুই বিচারকের পদত্যাগ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-11-20, 9:02am

80bebc95b3e86c0d3cc00d2f1abeb3b2233c6320785a1c48-df8796a6213d160f9d017b0f35669e2b1763607731.jpg




৭৪তম মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব শুরু হওয়ার আগে কারচুপির অভিযোগ এনে পদত্যাগ করলেন আট সদস্য বিশিষ্ট প্রতিযোগিতার মূল বিচারক প্যানেলের দুই সদস্য। তারা হলেন লেবানিজ–ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ ও ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজেদের পদত্যাগের কথা সবাইকে জানান তারা। প্রথমে হারফুশ জানান, তিনি মিস ইউনিভার্সের বিচারক পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। কারণ তাকে ছাড়াই একটি অস্থায়ী জুরি গঠন করে ১৩৬ প্রতিযোগী থেকে সেরা ৩০ জনকে বেছে নেয়া হয়েছে।

এরপরই হারফুশ অভিযোগ করেন, অস্থায়ী জুরির কয়েকজন বিচারকের সঙ্গে কিছু প্রতিযোগীর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এতে প্রতিযোগিতা প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি অনেকের সাথে স্বার্থের দ্বন্দ্ব তৈরির শঙ্কা রয়েছে। তাই পদত্যাগের পথ বেছে নিয়েছেন তিনি।

হারফুশের পদত্যাগ ঘোষণার কয়েক ঘণ্টা পরই মিস ইউনিভার্সের আরেক বিচারক ক্লদ মাকেলেলে ইনস্টাগ্রামে কালো রংয়ের ব্যাকগ্রাউন্ডে লেখেন, আমি মিস ইউনিভার্স ২০২৫-এ আর থাকছি না। ধন্যবাদ সবাইকে আমায় বুঝার জন্য ও পাশে থাকার জন্য।

৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা চলছে থাইল্যান্ডে। সেরার মুকুট ছিনিয়ে নিতে ১৩৬টি দেশের সুন্দরী প্রতিযোগীরা এ মঞ্চে লড়াই করছেন। আজ ১৯ নভেম্বর সব দেশের সুন্দরী থেকে বাছাই করে নেয়া হবে সেরা ৩০ জন প্রতিযোগী।

এরপর ২১ নভেম্বর থাইল্যান্ডের নন্থাবুরির ইমপ্যাক্ট চ্যালেঞ্জার হলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। সেখানে ঘোষণা করা হবে এবারের সেরা সুন্দরী মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগী ও দেশের নাম।  সূত্র: লাটিন টাইমস