News update
  • BNP delegation meets ex-US assistant secretary Robert Destro     |     
  • Sheikh Hasina's incitement to blame for overall situation: Jamaat Ameer     |     
  • Brahmaputra ferry crisis deepens for poor navigability in Kurigram     |     
  • Sudha Sadan, Sheikh Hasina’s house, set afire in frenzy      |     
  • Dhanmondi 32 residence demolished with bulldozer     |     

প্রতি ৯৯০ জনের বিপরীতে সরকারি হাসপাতালে বেড একটি

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2024-02-29, 10:31pm

eroewwoprow-e930ae6e71254caf4bcec40d8128db4d1709224370.jpg




দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট বেড সংখ্যা অনুযায়ী, প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে ১টি বেড রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি আরও জানান, হাসপাতালগুলোর শয্যা বৃদ্ধি ও শূন্য পদে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামানের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

ডা. সামন্ত লাল সেন লিখিত উত্তরে জানান, ২০২২ সালের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী দেশে সরকারি বেড সংখ্যা ৭১ হাজার ৬৬০টি এবং বেসরকারি বেড সংখ্যা ৯৯ হাজার ৯৭৫টি। অর্থাৎ সর্বমোট এক লাখ ৭১ হাজার ৬৭৫টি বেড রয়েছে। মোট বেড সংখ্যা অনুযায়ী প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে একটি বেড রয়েছে। দেশে প্রতি ৫০ জন লোকের বিপরীতে সরকারি হাসপাতালে বেডের সংখ্যা শূন্য দশমিক ০২১১টি। প্রতিটি সরকারি হাসপাতালে পর্যায়ক্রমে বেড সংখ্যা বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।