News update
  • Sewage, trash, disease overwhelm displaced communities in Gaza     |     
  • World leaders rally for ‘full-speed’ climate action ahead of COP30     |     
  • Chel Snakehead: A Fish That Time Forgot, Rediscovered     |     
  • Investment Summit Touts Bangladesh’s FDI Promise     |     
  • World Bank Cuts South Asia Growth Forecast     |     

আপনার একটু সহযোগীতা বাঁচাতে পারে ক্যান্সার আক্রান্ত রাজমিস্ত্রী মিঠুকে

স্বাস্থ্য 2024-07-28, 10:32pm

mason-mithu-needs-help-for-cancer-treatment-5846b88fc4d221ac8a5113eb7321b93e1722184371.jpg

Mason Mithu needs help for cancer treatment.



পটুয়াখালী: 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, ও বন্ধু '। নন্দিত কন্ঠ শিল্পী ভূপেন হাজারিকার কালজয়ী এ গান আমাদের মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। বিপদগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাতকে প্রশস্ত করে। তাই আসুন অসুস্থ মিঠুর পাশে দাঁড়াই। আপনার একটু সহযোগীতা বাঁচাতে পারে ক্যান্সার আক্রান্ত রাজমিস্ত্রী মিঠুকে।

পটুয়াখালী কলাপাড়া পৌর শহর এতিমখানা এলাকার রাজমিস্ত্রী কামরুল ইসলাম মিঠু। পরিবারে দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে সংসার চলতো মিঠুর। বেশ কিছুদিন আগে থেকেই ডান রানের উপরে অংশে ব্যাথা অনুভব হলে ব্যাথানাশক ঔষধ খেয়ে কাজ করতো রাজমিস্ত্রী মিঠু। এর কিছুদিন পর ডান রানের উপরের অংশে টিউমারের মতো দেখা দিলে ধীরে ধীরে বড় হয়ে অসহনীয় ব্যাথা করতো মিঠুর। একপর্যায়ে টিউমার বড় হওয়ায় সেটা মিড টাউন হাসপাতাল বরিশালে অপারেশন করেন। টিউমারের কাটা অংশ টেস্ট করলে তাতে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে বলে বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করেন। বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ডা. নিশাত মেহজাবিনের তত্ত্বাবধানে রয়েছেন মিঠু। বিশেষজ্ঞ চিকিৎসক তাকে ১২টি কেমোথেরাপি দেওয়ার কথা বলছেন। বর্তমানে মিঠু ধারদেনা করে ইতোমধ্যে ২টি কেমোথেরাপি দিয়েছে। প্রতিমাসে ২টি কেমোথেরাপি দিতে হবে বলে চিকিৎসক জানিয়েছে। প্রত্যেক কেমোথেরাপি ও ঔষধ বাবদ খরচ মাসে প্রায় ৩২ হাজার টাকা। যা দিন মজুর রাজমিস্ত্রী মিঠুর পক্ষে কোনভাবে যোগাড় করা সম্ভব হচ্ছে না। সমাজের বিত্তবান মানুষ সহযোগিতা করলে হয়তো বেঁচে যেতে পারে দিনমজুর মিঠুর জীবন। কামরুল ইসলাম মিঠুকে সহায়তা করতে পারেন বিকাশ নম্বর (মিঠু) ০১৭২৮১৯৫৩৫৩, নগদ নম্বর (ভাই) ০১৭৩৫২৬৭৩৭৪, ব্যাংক হিসাব নং (জাহানারা বেগম (স্ত্রী)) সঞ্চয়ী হিসাব নাম্বার- ৭৪৯৬, খেপুপাড়া শাখা, রূপালী ব্যাংক। - গোফরান পলাশ