News update
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     

শহীদ ও আহতদের তালিকা যাচাইয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2024-09-13, 6:32pm

ghdgertertery-67733de92dad56a3299e0d5780922d671726230732.jpg




ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা যাচাই-বাছাইয়ে ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

শুক্রবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে শহীদ ও আহতদের একটি খসড়া তালিকা ডাটাবেজ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণয়ন করা হয়েছে। তবে বর্ণিত এই শহীদদের তালিকাটি পূর্ণাঙ্গ করার জন্য সরেজমিনে মাঠ পর্যায়ে যাচাই করা বিশেষ প্রয়োজন। এ অবস্থায় মাঠপর্যায় থেকে তালিকা সরেজমিন যাচাই-বাছাই করার লক্ষ্যে নিম্নরূপ কমিটি গঠন করা যেতে পারে।

কমিটিতে যারা থাকছেন-

১. জেলা প্রশাসক- সভাপতি

২. পুলিশ সুপার- সদস্য

৩. পরিচালক/তত্ত্বাবধায়ক, মেডিকেল কলেজ/জেলা সদর হাসপাতাল- সদস্য

৪. উপজেলা নির্বাহী অফিসার (সংশ্লিষ্ট উপজেলা)- সদস্য

৫. উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর- সদস্য

৬. বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক (২ জন)- সদস্য

৭. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা- সদস্য

৮. সিভিল সার্জন, সংশ্লিষ্ট জেলা- সদস্য সচিব

কমিটির কার্যপরিধি

১. ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রতিটি জেলার শহীদ ও আহতদের তালিকা সরেজমিন যাচাই-বাছাইকরণ।

২. প্রেরিত তালিকায় কোনো তথ্য অসামঞ্জস্যপূর্ণ বা অসম্পূর্ণ থাকলে তা সঠিককরণ।

৩. ভুল তথ্য পাওয়া গেলে তা বাতিল করার সুপারিশকরণ।

৪. তালিকা বহির্ভূত কোনো শহীদ এবং তার পক্ষে সঠিক তথ্য পাওয়া গেলে তা বিদ্যমান তালিকায় অন্তর্ভুক্তকরণে ব্যবস্থা গ্রহণ।

৫. আগামী ১৪ অক্টোবরের মধ্যে প্রেরিত তালিকা সঠিকভাবে যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ নির্ভুল তালিকা স্বাস্থ্য সেবা বিভাগ বরাবর প্রেরণ করতে হবে।

৬. এ কার্যক্রমে ফোকাল পার্সন হিসেবে (১) উম্মে হাবিবা, উপসচিব, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা, স্বাস্থ্য সেবা বিভাগ এবং মো. নিকারুজ্জামান, সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, সার্বিক সহযোগিতা প্রদান করবেন।

৭. তালিকায় কেবলমাত্র গণ-অভ্যুত্থানের পক্ষে শহীদ ও আহতদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত জেলা পর্যায়ের যাচাই-বাছাই কমিটি চূড়ান্তকরণসহ নির্ভুল তালিকা প্রণয়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে সবিনয় অনুরোধ করা হলো। আরটিভি