News update
  • Young woman dies as scarf wrapped with auto wheel at Aftabnagar     |     
  • Dams in Chenab Basin and Climate Change: Need to Exercise Caution     |     
  • Dr. Yunus for body to ensure fair price of animals, rawhides     |     
  • Bus workers go on indefinite strike in Bhola     |     

অনিদ্রা দূর করতে মেনে চলুন ৩ নিয়ম

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2025-01-22, 11:15am

eerewr-9a766e4ba44031b891c771d2bf59484a1737522921.jpg




যার রাতে ঘুম নেই তার জীবনে কোনো সুখ নেই। পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ মানুষই এখন ইনসমনিয়া বা অনিদ্রা সমস্যায় ভুগছেন। কিন্তু আপনি কি জানেন, কিছু নিয়ম মেনে চললে অনিদ্রা সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে?

দৈনন্দিন জীবনের নানান ব্যস্ততায় রাতে ঘুমাতে যেতে দেরি হয়ে যায় অনেকেরই। যে কারণে রাত যত বাড়তে শুরু করে তখন সহজে ঘুম আসতে চায় না। এই সমস্যার সমাধানে নিয়মিত কিছু বিষয় মেনে চলুন। তবেই নিমিষে আপনার চোখে নেমে আসবে শান্তির ঘুম!

যারা রাত জেগে পড়াশোনা করে কিংবা অফিসের কাজ করে তাদের সবারই একটি কমন সমস্যা রয়েছে। সেটি হলো ঘুমের সময় যখন ঘুম পায় তখন জোর করে জেগে থাকতে হয়। আর ঘুমের সময় পার হয়ে গেলে কিছুতেই ঘুম আসতে চায় না।

আর এই কারণে রাতে দেরি করে ঘুমানোর ফলে সকালে ঘুম ভাঙতেও তাদের সমস্যা হয়। ঘুমের এই সমস্যায় অনেকেরই মেজাজ হয়ে ওঠে যথেষ্ট খিটখিটে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন বলছে, ভালো একটি ঘুমের জন্য নিয়মিত কিছু বিষয় মেনে চলার অভ্যাস করতে হবে।

১। একটি ভালো ঘর পছন্দ করুন ঘুমের জন্য। ঘুমের জন্য পছন্দ করা ঘরটিতে যেন আওয়াজ কম ঢোকে এই বিষয়টি নিশ্চিত করুন। ঘুমের একটি নির্দিষ্ট সময় বের করুন। সেই সঙ্গে ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগেই মোবাইল, ল্যাপটপ থেকে দূরে থাকুন।

২। ডায়েট লিস্টে এমন সব খাবারকে প্রাধান্য দিন যেগুলো ঘুমের জন্য ভালো। তাই খাবার তালিকায় রাখতে পারেন বাদাম, দুধ, আখরোট, মধু, কলা, ডিম কিংবা মিষ্টি আলুকে। অনিদ্রা দূর করতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তুলুন।

৩। সর্বশেষে সঠিক সময়ে ঘুম আনতে ঘুমের ৪ ঘণ্টা আগে কফি, সিগারেট ও মদ্যপানের অভ্যাস আজই ত্যাগ করুন এবং রাতের খাবার গ্রহণ করুন ঘুমাতে যাওয়ার অন্তত ৩ ঘণ্টা আগে।

প্রতিদিন এই তিন অভ্যাসের অনুশীলনে আপনি সঠিক সময়েই শান্তির ঘুমের দেখা পেয়ে যাবেন বলে মনে করছেন ফিটনেস বিশেষজ্ঞরা।