News update
  • Dengue epidemic looms as Dhaka fights worst mosquito menace     |     
  • Rohingya children’s acute hunger surges amid funding cuts     |     
  • Election Commission considers proxy voting for expatriates     |     
  • Israeli Strikes Kill 10 Palestinians in Gaza Amid Ceasefire Talks     |     
  • Cash Crisis Forces UN to Re-Do its Budget, Stop Staff Hiring     |     

সজনে ডাটার জাদুকরী ১০ গুণ

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2025-03-11, 3:53pm

3534545-43dd290a58a2d478b84b9842e985f2a91741686807.jpg

সজনে ডাটার স্বাস্থ্যগুণের কথা বলে শেষ করা যাবে না। ছবি: সংগৃহীত



সজনে ডাটা অত্যন্ত পুষ্টিকর ও স্বাস্থ্যকর সবজি। এটি বিভিন্ন ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা শরীরের নানা উপকারে আসে।

জেনে নিন সজনে ডাটার ১০টি গুরুত্বপূর্ণ উপকারিতার কথা—

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: সজনে ডাটায় থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

২. হজমশক্তি বাড়ায়: এতে প্রচুর আঁশ রয়েছে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায়।

৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক: সজনে ডাটা ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

৪. হৃদরোগের ঝুঁকি কমায়: এতে পটাসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে।

৫. হাড় ও দাঁতের গঠন মজবুত করে: সজনে ডাটায় থাকা ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে এবং হাড়ক্ষয় প্রতিরোধ করে।

৬. রক্তস্বল্পতা দূর করে: সজনে ডাটায় আয়রন বেশি পরিমাণে থাকে, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে।

৭. ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে: এতে ভিটামিন এ ও সি রয়েছে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, বলিরেখা দূর করে এবং চুলের বৃদ্ধি ও শক্তি বাড়ায়।

৮. প্রদাহ কমায়: সজনে ডাটায় অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান আছে, যা বাত, আর্থ্রাইটিস ও অন্যান্য প্রদাহজনিত রোগের ব্যথা কমাতে সাহায্য করে।

৯. ক্যানসার প্রতিরোধে সহায়ক: সজনে ডাটার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয়।

১০. ওজন কমাতে সাহায্য করে: সজনে ডাটা ক্যালরি কম এবং ফাইবার বেশি হওয়ায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, মেটাবলিজম বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে।

সজনে ডাটা শুধু সুস্বাদু নয়, এটি আমাদের শরীরের জন্যও অত্যন্ত উপকারী। নিয়মিত খাদ্যতালিকায় রাখলে এটি স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।