News update
  • Myanmar Faces War, Disasters, Hunger, and Mass Displacement     |     
  • UN Warns Israeli Doha Strike Risks Regional Escalation     |     
  • Nepal protesters' families seek justice amid confusion     |     
  • Next polls in Feb "foundational” to set future course of BD     |     
  • Fuel oil crisis hits 5 N districts as Rangpur depots run dry     |     

সিরাজদিখানে ফ্রি ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত

স্বাস্থ্য 2025-08-14, 10:25pm

a-free-blood-camp-was-held-on-thursday-at-kusumpur-in-sirajdikhan-7c4b22b78abaa853baa5125017796c921755188715.jpg

A free blood camp was held on Thursday at Kusumpur in Sirajdikhan.



মুন্সিগঞ্জ প্রতিনিধি: সিরাজদিখানের কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় ফ্রি ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত।

ঝিকুট ফাউন্ডেশনের সহযোগিতায় ও সিরাজদিখান ব্লাড ব্যাংকের আয়োজনে ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান। 

সিরাজদিখান ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মো. মিলন হাওলাদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমি কো-অর্ডিনেটর সৈয়দ মাহমুদ হোসেন, সিরাজদিখান ব্লাড ব্যাংক এর উপদেষ্টা জুয়েল শেখ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিভি নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদক আসিফ বাধন, সিরাজদিখান ব্লাড ব্যাংকের সদস্য ও ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের অর্থ সম্পাদক শাবনাজ সম্পা, সিরাজদিখান ব্লাড ব্যাংকের সদস্য কাজী নাজমুল ইসলাম রুপম, মো. রমজান প্রমুখ।