News update
  • Japan Issues Tsunami Alert After Strong 7.6 Quake     |     
  • Bangladesh Plans Record Flag-Parachute Display on Victory Day     |     
  • UN Launches $33 Billion Appeal to Aid 135 Million People     |     
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     

যেসব জায়গায় ফোন রাখলেই বাড়ে ক্যানসারের ঝুঁকি

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2025-10-19, 8:46am

tryreterter-e4be8eb207bf3663c3a9b337c8aa8b201760841979.jpg




দৈনন্দিন জীবনে স্মার্টফোন এখন অপরিহার্য। কিন্তু বিশেষজ্ঞদের মতে, ফোন ব্যবহারের কিছু ভুল অভ্যাস শরীর ও ডিভাইস উভয়ের জন্যই হতে পারে ভয়াবহ ক্ষতির কারণ। অসচেতনতায় বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, ত্বকের সংক্রমণ, ঘুমের ব্যাঘাত এমনকি দুর্ঘটনার আশঙ্কাও। 

পকেটে ফোন রাখা

চিকিৎসক লিলি ফ্রিডম্যান জানান, শরীরের সঙ্গে সরাসরি ফোনের সংস্পর্শে রেডিয়েশন ছড়িয়ে পড়ে, যা ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে। পুরুষদের ক্ষেত্রে এটি প্রজনন ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও মোবাইল রেডিয়েশনকে সম্ভাব্য কার্সিনোজেনিক বা ক্যানসার সৃষ্টিকারী হিসেবে উল্লেখ করেছে।

বালিশের নিচে ফোন

ঘুমের সময় ফোন বালিশের নিচে রাখার অভ্যাসও ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, এতে অগ্নিকাণ্ডের আশঙ্কা বেড়ে যায়, বিশেষ করে ফোন যদি চার্জে থাকে। এছাড়া ফোনের আলো ঘুমের হরমোন মেলাটোনিন নিঃসরণে বাধা দেয়, ফলে ঘুমের মান কমে যায়।

মুখের খুব কাছে ফোন ধরা

দীর্ঘসময় ফোন মুখের কাছাকাছি ধরে রাখলে ত্বকে ব্যাকটেরিয়া জমে গিয়ে ব্রণ, ফুসকুড়ি ও সংক্রমণ ঘটাতে পারে। চিকিৎসকরা এজন্য হেডফোন বা ইয়ারপড ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।

বাথরুমে ফোন ব্যবহার

বাথরুমে ফোন নেওয়া এখন অনেকের অভ্যাস। কিন্তু গবেষণায় দেখা গেছে, টয়লেট ফ্লাশের সময় তিন ফুট পর্যন্ত এলাকায় জীবাণু ছড়িয়ে পড়ে। এসব ব্যাকটেরিয়া ফোনে জমে পরে মুখ বা ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে।