
নানা শারীরিক জটিলতার কারণে দেখা দিতে পারে নাক ডাকার সমস্যা। ছবি: সংগৃহীত
নানা শারীরিক জটিলতার কারণে দেখা দিতে পারে নাক ডাকার সমস্যা। এ সমস্যাটি গভীর ঘুম না হওয়ার বড় একটি কারণ। তাই স্লিপ সোসাইটির আয়োজনে নাক ডাকার চিকিৎসা বিষয়ে সম্মেলনে অংশ নেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সম্মেলন অনুষ্ঠিত হয়। স্লিপ সোসাইটি আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনের আজ ছিল সমাপনী পর্ব।
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে এ সম্মেলনের উদ্বোধন হয়। দুই দিনব্যাপী সম্মেলনে অংশ নেন দেশের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা।
সম্মেলনে বিশেষজ্ঞরা জানান, বেশিরভাগ ক্ষেত্রে নাক ডাকার সমস্যা গুরুতর নয়। সচেতনতা ও চিকিৎসকের পরামর্শ নিলে এর সমাধান সম্ভব।
তবে নাক ডাকার সমস্যা কারো গুরুতর হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নেয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। সম্মেলনে নাক ডাকা প্রতিকারে আধুনিক ও প্রচলিত বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়।
প্রসঙ্গত, গত ১০ বছর ধরে নিয়মিতভাবে এই সম্মেলনের আয়োজন করে আসছে স্লিপ সোসাইটি। সংস্থাটি দীর্ঘ সময় ধরে ঘুম ও ঘুম সংক্রান্ত রোগ নিয়ে কাজ করছে।