News update
  • BNP Expels Nine Leaders Over Defiance and Poll Bids     |     
  • India, Pakistan FMs to Attend Khaleda Zia’s Funeral     |     
  • Global Leaders Pay Tribute as Condolences Pour In for Khaleda Zia     |     
  • Govt Declares 3-Day Mourning, Wednesday Holiday for Khaleda Zia     |     
  • Khaleda Zia: Icon of Bangladesh’s Democracy and Leadership     |     

শীতকালে অ্যালার্জি বাড়ার ৬ কারণ

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2025-12-30, 7:13pm

rterterter-5792300b1c3fb1ecdf059e2a1d19b2ff1767100409.jpg

শীতে সর্দি-কাশি ও ভাইরাল সংক্রমণ বেশি হয়। ছবি: সংগৃহীত



শীতকালে অনেকের অ্যালার্জি বেড়ে যায়—এর পেছনে কয়েকটি বৈজ্ঞানিক ও পরিবেশগত কারণ রয়েছে। এ সমস্যাকেই সাধারণভাবে বলা হয় শীতকালীন অ্যালার্জি বা উইন্টার অ্যালার্জি। এটি কোনো নতুন বা আলাদা রোগ নয়; বরং শীতকালে আমাদের জীবনযাপনের ধরন ও ঘরের পরিবেশের পরিবর্তনের ফল।

দেখে নিন শীতকালে অ্যালার্জি বাড়ার প্রধান কারণগুলো-

১. শুষ্ক ও ঠান্ডা বাতাস: শীতের বাতাসে আর্দ্রতা কম থাকে। এতে নাক, গলা ও শ্বাসনালির ভেতরের আস্তরণ শুকিয়ে যায়, ফলে অ্যালার্জেন সহজেই আক্রমণ করে।

২. ঘরের ভেতরে বেশি সময় থাকা: শীতে জানালা-দরজা বন্ধ থাকে। ফলে ধুলাবালি, ডাস্ট মাইট, ছত্রাক (মোল্ড), পোষা প্রাণীর লোম, এসবের সংস্পর্শ বেশি হয়, যা অ্যালার্জি বাড়ায়

৩. ঠান্ডাজনিত সংক্রমণ: শীতে সর্দি-কাশি ও ভাইরাল সংক্রমণ বেশি হয়। এতে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে অ্যালার্জি তীব্র হয়।

৪. ত্বক ও শ্লেষ্মা ঝিল্লি শুষ্ক হওয়া: শুষ্ক ত্বক ও নাকের ভেতরের অংশ অ্যালার্জেনের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা হারায়।

৫. ধোঁয়া ও দূষণ বৃদ্ধি: শীতে কুয়াশা ও বায়ুদূষণ বেশি থাকে। যানবাহনের ধোঁয়া ও ধূলিকণা অ্যালার্জির উপসর্গ বাড়িয়ে দেয়।

৬. উষ্ণ কাপড় ও কম্বল: পুরোনো কম্বল, লেপ বা সোয়েটারে জমে থাকা ধুলা ও মাইট অ্যালার্জির বড় কারণ।

কারা বেশি ভোগেন?

১. হাঁপানি রোগী

২. শিশু ও বয়স্করা

৩. যাদের সাইনাস বা নাকের অ্যালার্জি আছে