News update
  • UN Security Council to Vote on Gaza Stabilisation Force     |     
  • COP30 Enters Final Stretch with Urgent Calls for Action     |     
  • Dhaka’s air turns ‘moderate’ Tuesday morning     |     
  • Russian Navy ship arrives in Ctg for goodwill visit     |     
  • New harvest, no festival: Lalmonirhat's ‘Nabanna’ spirit fades?     |     

মহিউদ্দীন চৌধুরীর 'আহত গোলাপের গল্প' নাট্যগ্রন্থের মোড়ক উন্মোচন

error 2022-02-26, 11:44pm

নাট্যকার মহিউদ্দীন চৌধুরীর 'আহত গোলাপের গল্প' নাট্যগ্রন্থের মোড়ক উন্মোচন



চট্টগ্রাম অমর একুশে বইমেলা প্রাঙ্গণে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি)  বিকালে কবি ও নাট্যকার মহিউদ্দীন চৌধুরী রচিত মানবাধিকার বান্ধব ‘আহত গোলাপের গল্প’ নাট্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করতে গিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক অরিন্দম মূখার্জী বিংকু বলেন ‘সাহিত্য ছাড়া মানুষের উৎকর্ষ সম্ভব নয়। সাহিত্যের মাঝে মানুষের সুখ-দুঃখ, কান্না-হাসি, মান-অভিমান, মায়া-মমতা, ভালবাসা প্রকাশ পায়। বলা হয়, সাহিত্য জীবন ও সমাজের প্রতিচ্ছবি।’

মহিউদ্দীন চৌধুরী ‘আহত গোলাপের গল্প’ নাট্যগ্রন্থের মাধ্যমে সমাজের মানুষের জীবনের আঁকা-বাঁকা চড়াই-উতরাই পথ পেরিয়ে সাফল্যের সম্ভাবনার নতুন দিগন্ত আবিস্কারের চমৎকার কাল্পনিক রুপরেখা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক বৈদ্যনাথ অধিকারী, মঞ্চমুকুট নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক আশরাফুল করিম সৌরভ, বীজন নাট্যগোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, সাধারণ সম্পাদক আহমেদ কামাল আফতাব।

উপস্থিত ছিলেন ছড়াকার আবু রাহেল ফয়সাল, নারী উদ্যোক্তা উম্মে কলসুম কেয়া, ফ্যাশন ম্যাগাজিন গ্রীনলিফের সম্পাদক মো. তসলিম হাসান হৃদয়, ফ্যাশন ডিজাইনার নাছরিন তমা ও মো. হাসান আল বান্না, নাট্যকার বীনা দাশ গুপ্তা, প্রান্ত শর্মা, সৌরভ পাল, শাহীন আলম, অক্ষরবৃত্ত প্রকাশনের নির্বাহী পরিচালক কাজী জোহেব, সমাজকর্মী মো. লুৎফর রহমান, মো. হেলাল হোসেন, মো. ওমর শরীফ সবুজ, মো. জাহেদুল আলম, মো. রাশেদুল আলম।

সংবাদ প্রেরক - মোশারফ ভূঁইয়া পলাশ, মোবাইল: ০১৭১১-০১১৮৬৩।