News update
  • Guterres welcomes India-Pakistan ceasefire     |     
  • China now favourite higher edu destination for BD students      |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Sunday morning     |     
  • CA Prof Yunus lauds Modi, Sharif for ceasefire     |     
  • India, Pakistan agree to a ceasefire in US-mediated talks     |     

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় থাকবে না গ্যাস

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2023-06-07, 5:52pm

resize-350x230x0x0-image-226581-1686136648-6b019f8c4469c2784cfb1b3239d75f251686138749.jpg




পাইপলাইন মেরামত কাজের জন্য ঢাকার ২২ এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বুধবার (৭ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটি।

এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে সাভার পৌর এলাকাসহ ভাটপাড়া, জলেশ্বর, রাজাশন, কমলাপুর, বলিয়ারপুর, কোন্ডা, হেমায়েতপুর, ফুলবাড়িয়া, ব্যাংকটাউন, ব্যাংক কলোনী, গেন্ডা, ইসলামপুর, ফাল্গুনি হাউজিং, নয়ারহাট, আকরান, কালিয়াকৈর, গৌরীপুর, খেজুর বাগান এবং আশুলিয়া, বড় আশুলিয়া ও টঙ্গীবাড়ি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়াও এই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তথ্য সূত্র আরটিভি নিউজ।