News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার দাবি

অপরাধ 2024-08-26, 12:52am

candles-were-lighted-to-press-the-demand-for-justice-for-mass-killings-during-anti-discrimination-student-movement-1c3b90f7b9fec2904371ed9efdb0ed421724611945.jpg

Candles were lighted at Kalapara to press the demand for justice for mass killings during anti-discrimination student movement.



পটুয়াখালী: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিশু সহ ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। 

শনিবার রাতে কলাপাড়া পৌরশহরের শহীদ মিনারে অন্ধারমানিক খেলাঘর এ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। এসময় দেশ ব্যাপী নিহত ছাত্র জনতা ও বন্যায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার দাবিতে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক মো. হুমায়ুন কবির, সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, খেলা ঘরের মোস্তফা জামান সুজন, বিশ্বাস রাশেদ মোশারফ কল্লোল, শাহাব উদ্দিন শিহাব প্রমূখ। - গোফরান পলাশ