News update
  • Dhaka breaths ‘very unhealthy’ air Wednesday morning     |     
  • Referendum Ordinance, 2025 issued     |     
  • Chemical fertilizer overuse threatens soil health in northern BD     |     
  • C.A. Yunus expresses concern, sympathy over Korail slum fire     |     
  • UNAIDS Warns of Deepest HIV Response Setback in Decades     |     

কলাপাড়ায় মরিচের গুড়া ছিটিয়ে ৮ জনকে কুপিয়ে জখম, আটক-১

অপরাধ 2024-10-18, 11:50pm

eight-people-were-hacked-after-spreading-chili-powder-in-kalapara-9170b556d5c61419d645199a2f02dcde1729273802.jpg

Eight people were hacked after spreading chili powder in Kalapara on Friday.



পটুয়াখালী:  পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিয়ে বাড়িতে সিনিয়র জুনিয়র বিষয় নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৮ জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই ১ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার  টিয়াখালী ইউনিয়নের বঙ্গবন্ধু কলোনিতে এ ঘটনা ঘটে। পরে আহতদের  রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, রাতেই ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। - গোফরান পলাশ