News update
  • Economic Growth Is the Wrong Metric for Our Time     |     
  • Preserving Biodiversity Key to Human Survival: UN Warns     |     
  • Trump Hails $600b Saudi Pact, Jokes Fly Over 51st State     |     
  • Guterres Urges Israel to Accept UN's Principled Gaza Aid Plan     |     
  • 427 Rohingya Feared Dead at Sea, UNHCR Warns of Desperation     |     

এ কেমন শত্রুতা, কৃষকের ৫টি কুটার কুঁড়ে আগুন

অপরাধ 2025-01-15, 10:43pm

unidentified-miscreants-set-fire-to-five-stockpiles-of-stalk-of-a-farmer-in-kalapara-on-wednesday-00b663b377deed643f03985d108d20031736959425.jpg

Unidentified miscreants set fire to five hay stockpiles of of a farmer in Kalapara on Tuesday evening.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় দুই কৃষকের কুটার কুঁড়ে শত্রুতামূলক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। 

মংগলবার সন্ধ্যার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষকরা হলো বিষ্ণু খরাতী এবং দেবরঞ্জন খরাতী।

এ দুই কৃষকের পাঁচটি কুটার কুড়ে আগুন দেয়া হয়। এ কুটা বর্ষা মৌসুমে তারা গো-খাদ্যের জন্য সংরক্ষন করেছিল।  এতে আর্থিক অনেক ক্ষতি না হলেও গো-খাদ্য সংকট দেখা দিবে। 

এ ব্যাপারে চাঁদপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক রাধেশ্যাম হাওলাদার জানান, কৃষকের গৃহস্থালীতে খড়-কুটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা এমন নিষ্ঠুর ঘটনাটি যারা ঘটিয়েছে তারা পশুর মত অমানবিক আচরন করেছে।

বিষ্ণু খরাতি জানান, তার পক্ষে গরু পালন এখন অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে অনেক সময় খাল-বিল পানিতে  প্লাবিত হয়। এসময় মাঠে-ঘাটে ঘাস ডুবে থাকে।  তখন খর-কুটা গো-খাদ্যের একমাত্র সম্বল বলে তিনি উল্লেখ করেন। - গোফরান পলাশ