
আটক গাড়িচালক মাহবুব। ছবি: সংগৃহীত
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে মাহবুব নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে রাত ২টার দিকে শেরেবাংলা নগর সেনাক্যাম্প তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করে।
জানা গেছে, আটক মাহবুবের দেয়া তথ্যের ভিত্তিতে এই প্রশ্নফাঁস চক্রের মূল হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র্যাব।
অভিযোগ রয়েছে, শুক্রবারের শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিল এই চক্রটি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয়।
শেরে বাংলা নগর সেনা ক্যাম্প কমান্ডার মেজর কাজী সাদীর আসাফ এ তথ্য নিশ্চিত করেছেন।