Mobile court penalises a content creator in Kuakata for recording the bath of a female tourist.
পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারন ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক। এসময় ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। রুবেল পার্শ্ববর্তী বরগুনা সদর উপজেলার বাসিন্দা। সে মুদি দোকানের ব্যবসার পাশাপাশি কনটেন্ট তৈরি করেন।
কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফার আরিফ মিয়া বলেন, রুবেল মেয়েদের ভিডিও করার পাশাপাশি নারী পর্যটকদের সঙ্গে খারাপ মন্তব্য করেছেন। বিষয়টি দেখেত পেয়ে সঙ্গে সঙ্গে আমরা তাকে ধরে ফেলি।
অপর ফটোগ্রাফার রাসেল বলেন, “তার মোবাইল চেক করে দেখি অনেক ভিডিও বানানো আছে। তাই সঙ্গে সঙ্গে টুরিস্ট পুলিশকে খবর দিয়ে আমরা তাকে পুলিশের হাতে সোপর্দ করি।
নির্বাহী ম্যাজিষ্ট্রেটও কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক জানান, “রুবেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ধরনের কাজে কাউকে ছাড় দেওয়া হবে না। - গোফরান পলাশ