News update
  • High-level meeting reviews country’s economic progress     |     
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     
  • Election to be held on time, Prof Yunus tells US Special Envoy     |     

প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-05-12, 6:55pm

images-21-26faa645528a38c5368a65331c9af2441715518553.jpeg




ঢাকা জেলায় অবস্থিত ব্যাংক শাখাগুলোর মাধ্যমে সব থেকে বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। প্রবাসী আয়ের শীর্ষে থাকা ঢাকা জেলার পরপরই আছে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালী। তারপরই অবস্থান করছে ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, চাঁদপুর ও টাঙ্গাইল। 

গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে এসব কথা। এসব তথ্য বিশ্লেষণে বলা-ই যায়, প্রবাসীদের পরিবারগুলোর বেশির ভাগই ঢাকায় অবস্থান করে অথবা প্রবাসীদের অধিকাংশ অ্যাকাউন্ট বা হিসাব রয়েছে ঢাকার ব্যাংক শাখাগুলোতেই।

বাংলাদেশ ব্যাংকের গত দশ মাসের জেলাভিত্তিক প্রবাসী আয়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসীরা দেশে এক হাজার ৯১১ কোটি ৭৩ লাখ ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। গত দশ মাসে প্রবাসী আয় ঢাকা জেলায় ৬৬২ কোটি ৪৫ লাখ ডলার, চট্টগ্রাম জেলায় ১৮৬ কোটি ৪৫ লাখ ডলার, সিলেট জেলায় ১১০ কোটি ৮০ লাখ ডলার, কুমিল্লায় ১০১ কোটি ৯০ লাখ ডলার, নোয়াখালীতে ৬০ কোটি ২০ লাখ ডলার, ফেনীতে ৪৮ কোটি ৪৬ লাখ ডলার, ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮ কোটি ২৫ লাখ ডলার, মৌলভীবাজারে ৪৭ কোটি পাঁচ লাখ ডলার, চাঁদপুরে ৪৫ কোটি ৪৮ লাখ ডলার ও টাঙ্গাইলে ৩১ কোটি ৪২ লাখ ডলার এসেছে।

এপ্রিল মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ৩০ লাখ ডলার। জানুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৬ লাখ ডলার এবং মাচে ১৯৯ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের প্রবাসী আয় এসেছিল ডিসেম্বরে ১৯৯ কোটি ১২ লাখ ডলার, নভেম্বরে ১৯৩ কোটি ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৪ লাখ ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার এবং জুলাইয়ে ১৯৭ কোটি ৩২ লাখ ডলার। 

গত ২০২২-২০২৩ অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছিল দুই হাজার ১৬১ কোটি সাত লাখ ডলার। তার আগের ২০২১-২০২২ অর্থবছরে এসেছিল দুই হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। দুই বছরের তুলনায় করোনা অতিমারি ২০২০-২০২১ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। এনটিভি নিউজ।