News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

সাত দিন সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-11-05, 8:11am

eb10f19a3a738b415f6431b305eef47dbd1acf707dcd68dd-1-b467a48f86bff46c764813e32ad334811730772694.jpg




রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাত দিন সাড়ে তিন ঘণ্টা করে রানওয়ে বন্ধ থাকবে।

সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা স্থগিত থাকবে।

জানা গেছে, বিমানবন্দরে রানওয়ের ‘লাইটিং সিস্টেম’ রক্ষণাবেক্ষণের জন্য ৮ থেকে ১৪ নভেম্বর সাত দিন দিবাগত রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ের সব কার্যক্রম ও ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

বিষয়টি সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে জানানো হয়েছে বলেও বিমানবন্দর কতৃপক্ষ জানিয়েছে।

এছাড়া যেকোন প্রয়োজনে বিমানবন্দরের কল সেন্টার ১৩৬০০-তে ফোন দিয়ে সাহায্য নেয়া যাবে।