News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

এক যুগে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন!

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-12-16, 10:33am

a58a525ce0a41f025220f56792b0421972e59dcee4c2138e-181a2690df389593763126f70644fa901734323620.png




চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ১২.২৯ শতাংশ। তবে এর আগে ২০১২-১৩ অর্থবছর থেকে গত ১২ বছরে বা এক যুগে কোনও অর্থবছরেই এ সময়ে এডিপি বাস্তবায়নের হার ১৬ শতাংশের কম ছিল না।

রোববার (১৫ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ রয়েছে ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। এর মধ্যে জুলাই-নভেম্বর মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে মাত্র ৩৪ হাজার ২১৪ কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র ১২.২৯ শতাংশ।

আইএমইডির প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, ২০১২-১৩ থেকে ২০২৩-২০২৪ অর্থবছর পর্যন্ত কোনও অর্থবছরেই প্রথম পাঁচ মাসে এডিপি বাস্তবায়ন ১৬ শতাংশের কম হয়নি। এর মধ্যে গত অর্থবছরের (২০২৩-২৪) একই সময়ে ব্যয় হয়েছিল ৪৬ হাজার ৮৫৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৭.০৬ শতাংশ। তার আগে ২০২২-২৩ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ১৮.৪১ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ১৮.৬১ শতাংশ এবং ২০২০-২১ অর্থবছরে ১৭.৯৩ শতাংশ।

এছাড়া, ২০১৯-২০, ২০১৮-১৯ ও ২০১৭-১৮ অর্থবছরের প্রথম পাঁচ মাসে যথাক্রমে এডিপি বাস্তবায়নের হার ছিল ১৯.২৪, ২০.১৫ ও ২০.১১ শতাংশ। আর ২০১৬-১৭, ২০১৫-১৬, ২০১৪-১৫, ২০১৩-২০১৪ ও ২০১২-২০১৩ অর্থবছরের একই সময় এডিপি বাস্তবায়ন হয়েছিল যথাক্রমে ১৯.১৩, ১৬.৮৪, ১৯.৫৮ শতাংশ, ১৯ শতাংশ ও ২৫ শতাংশ।

এদিকে, গত নভেম্বর মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৪.৪০ শতাংশ বা ১২ হাজার ২৩৬ কোটি টাকা। আর গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময় অর্থাৎ নভেম্বরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৫.৫২ শতাংশ। তথ্য সূত্র সময়।