News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

তৈরি পোশাকে বৈচিত্র্য আনতে না পারলে টিকে থাকা চ্যালেঞ্জ হবে: ফরাসউদ্দিন

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-12-18, 8:25am

686f25ee7d8576c45e42e1e7123d00695057558d1e5e1003-eb90127221575ede4c7b27acef20881c1734488726.jpg




তৈরি পোশাক শিল্পে বৈচিত্র্য আনতে না পারলে ৫ থেকে ৭ বছরের মধ্যে টিকে থাকার চ্যালেঞ্জে পড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ। আর আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ায় কাজ হারানোর ভয়ে শ্রমিক অসন্তোষ বেড়েছে বলে মনে করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ। এদিকে, কর্মসংস্থান বাড়াতে জেলাভিত্তিক পরিকল্পনা নেয়ার পরামর্শ দিয়েছে সিপিডি।

দেশের রফতানি আয়ের ৮০ ভাগই আসে তৈরি পোশাক খাত থেকে। এই খাতের উপর অতিনির্ভরশীলতা অর্থনীতিতে তৈরি করছে ঝুঁকি। আগামীতে এই ঝুঁকি আরও বাড়বে বলে সতর্ক করলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায়, টিকে থাকতে তৈরি পোশাক শিল্পে বৈচিত্র্য আনার তাগিদ দেন তিনি।

প্রফেসর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘তৈরি পোশাকের ভবিষ্যৎ হয়তো আর ৫-৭ বছরের বেশি না। আমাদের উৎপাদন ও রফতানিকে বহুমুখী করা ছাড়া ভিন্ন কোনো উপায় নেই। বর্তমান অবস্থান থেকে আরও বেশি অগ্রসর হতে হলে এসব বৈচিত্র্যতা আনতে হবে।’

এদিকে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সংলাপে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ বলেন, তৈরি পোশাক খাতের সাম্প্রতিক আন্দোলন মূলত যন্ত্রের কাছে মানুষের হেরে যাওয়ার শঙ্কা থেকে তৈরি। এ বিষয়ে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা থাকা উচিত।

শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘গত প্রায় এক দশক ধরে জেকার মেশিনগুলো আসার পর অটোমেশনের কারণে প্রচুর শ্রমিক ঝরে গেছে। এ প্রথম বেকার শ্রমিকরা করাখানার সামনে গিয়ে আন্দোলেন করেছে যে, তাদের চাকরি দিতে হবে। এ যে শিল্পাঞ্চলগুলো সামনের বেকার শ্রমিকগুলো কোনো না কোনো কারখানা থেকে ঝরে পড়া শ্রমিক।’

প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা উন্নয়নের সঙ্গে কর্মসংস্থান বাড়াতে জেলাভিত্তিক পরিকল্পনা নেয়ার পরামর্শ দেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ‘শহর কানেক্টিভিটি থাকা এলাকার বাইরে থাকা তরুণী বা কিশোরীদের জন্য যে কোনো লেবার মার্কেট বা জব মার্কেটে অংশ নেয়া কঠিন।’

দক্ষতা উন্নয়নে কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান।