News update
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     

হজযাত্রী নিবন্ধনের সময় আরও বাড়লো

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2024-12-18, 8:28am

53ed6ab88b09b26afbf0c2deec878684c0e0db29a9007826-5fd28e5c8b154e289246c138fd0a16b11734488889.jpg




আগামী বছরের (২০২৫ সালে) হজযাত্রী নিবন্ধনের সময় ফের বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত হজ নিবন্ধন করতে পারবেন হজে যেতে ইচ্ছুকরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সময় বাড়ানোর বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৫ সালে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হলো।’

এতে আরও বলা হয়, ‘এ সময়ের মধ্যে ৩,০০,০০০.০০ (তিন লাখ) টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য সম্মানিত হজযাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হলো।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশেষ বিবেচনায় এজেন্সি এবং হজযাত্রীদের সুবিধার্থে নিবন্ধনের সময় বৃদ্ধি করা হলো। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত সময়ের পর আর কোনো সময় বাড়ানোর সুযোগ নেই মর্মে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো।’

হজ পোর্টালের তথ্য অনুযায়ী, আসন্ন মৌসুমে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের জন্য কোটা বরাদ্দ ছিল, যার মধ্যে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় হজ পোর্টালের সবশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলে ৭৪ হাজার ৪০৮ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। যা কোটার ৫৮ শতাংশ। অর্থাৎ কোটার ৪২ শতাংশ এখনও খালি রয়েছে। সময়।