News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

সরকারের প্রচেষ্টায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : ড. সালেহউদ্দিন

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2025-02-23, 7:46am

dr_saleuddin-b32a89aae13f689ddf81bd717479f77e1740275198.jpg




অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পূর্ববর্তী শাসনামলে দেশের অর্থনীতি খাদের কিনারায় চলে গেলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা ও সংশ্লিষ্টদের সহায়তায় অর্থনীতি এখন ঘুরে দাঁড়াচ্ছে। তিনি বলেন, ‘আমরা ক্ষমতা নেইনি, দায়িত্ব নিয়েছি। বাংলাদেশের অর্থনীতি কোন অবস্থায় এসে দাঁড়িয়েছিল-তা, যারা এর ভেতরে গিয়েছি তারা ছাড়া বাইরে থেকে কেউ বুঝবে না। আমরা খাদের কিনারে দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলছি।’

অর্থ উপদেষ্টা শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) মিলনায়তনে তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘গভর্নরের স্মৃতিকথা’র বর্ধিত সংস্করণের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থাকাকালীন ও আগে একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় কোনো আপস করেননি। তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিতে এখন আমাদের আরও সততা, ন্যায়পরায়ণতা এবং দক্ষতা প্রয়োজন। আমরা বাঙালীরা বিদেশীদের কাছে নিজেরা নিজেদের সমালোচনা করি। কেউ ওপরে উঠতে চাইলে তাকে টেনে নামানোর প্রবণতা আছে আমাদের। বিদেশীদের কাছে নিজেদের কথা বলবেন, কিন্তু একটু রয়ে-সয়ে বলবেন। নিজেদের সম্মানটুকু রাখবেন। সবাইকে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সে বিষয়ে সহযোগিতা করবেন। এটাই আশা করি।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘আমরা আমাদের জনগণের জীবনযাত্রার মান নিশ্চিত করে দ্রুত দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব আশা করছি। এটি কেবল উচ্চ প্রবৃদ্ধি ও উচ্চ আয় হলেই না, বরং শিক্ষা ও স্বাস্থ্যের মানও প্রয়োজন। আমরা এ ক্ষেত্রে নিরলসভাবে চেষ্টা করছি।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। আরও বক্তব্য দেন সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান, অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক ড. রুশিদান ইসলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মারুফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ।