উত্তরের ঠান্ডা হিমেল হাওয়া আর কুয়াশায় নওগাঁয় কনকনে শীত পড়েছে। ফলে জেঁকে বসেছে শীত।
সোমবার (১ জানুয়ারি) জেলায় ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস। যা গতকালের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কম।
বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক হামিদুল হক জানান, গত দিনের তুলনায় আজ জেলায় তাপমাত্রা কিছুটা নিম্নমুখী। ঠান্ডা বাতাসের সঙ্গে কুয়াশা থাকায় শীত জেঁকে বসেছে। তবে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য থাকায় তাপমাত্রার পরিবর্তন দেখা দিয়েছে। দিনে সূর্যের দেখা মিললেও এর তাপ কম থাকায় ঠান্ডা বেশি পড়েছে।
ঠান্ডা বাতাসে কনকনে শীত পড়েছে নওগাঁয়
আগামী কয়েকদিন জেলায় তাপমাত্রা উঠা নামার করতে থাকতে পারে বলে জানিয়েছে বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের এ কর্মকর্তা।
এদিকে, ঠান্ডা হিমেল বাতাস থাকায় শীতে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। সময়মত কাজে না যেতে পাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ দিনমজুররা। ফসলের বীজ এবং বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।