News update
  • Another July warrier shot in head, critical in Khulna hospital     |     
  • NCP Khulna Chief Critically Shot Amid Rising Political Violence     |     
  • Indian MP Warns Bangladesh Faces Rising Lawlessness     |     
  • Law and Order Must Be Ensured Ahead of Polls: Prof Yunus     |     
  • Tough times ahead, everyone must remain united: Tarique Rahman     |     

‘এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস

গ্রীণওয়াচ ডেস্ক কর্মসংস্থান 2025-11-05, 8:43pm

frewrewr-c045a946f69861e3518053f6a36660891762353824.jpg




দেশের গেমারদের অংশগ্রহণে সফলভাবে শেষ হলো রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড এয়ারটেল  বাংলাদেশ আয়োজিত ‘এয়ারটেল গেমিং অ্যারেনা’। এটি ছিল দেশের সবচেয়ে বড় পাবজি মোবাইল টুর্নামেন্ট। আজ রাজধানীর রবি কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটির সমাপনী অনুষ্ঠান। 

চ্যাম্পিয়নশিপের মুকুট অর্জন করে এ ওয়ান আরজি ইস্পোর্টস, প্রথম রানার-আপ হয় জেনেসিস জিভিট এবং দ্বিতীয় রানার-আপ হয় নরমিস ইস্পোর্টস। 

সমাপনী অনুষ্ঠানে শীর্ষ ১০টি দলকে তাদের নিষ্ঠা, দলীয় মনোভাব ও অর্জনকে স্বীকৃতি দিতে সম্মাননা জানানো হয়। শুধু ট্রফিই নয়, এই আয়োজনের মূল তাৎপর্য ছিল আরও গভীর। এটি বাংলাদেশের ই-স্পোর্টস অভিযাত্রার ধারাবাহিক অগ্রগতির স্মারক, যেখানে এয়ারটেলের মতো অগ্রণী ব্র্যান্ডগুলো তরুণ প্রজন্মের ডিজিটাল স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পাশে রয়েছে।

সমাপনী অনুষ্ঠানে রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “এই আয়োজন তরুণ প্রজন্মকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষমতায়নের ক্ষেত্রে এয়ারটেলের প্রতিশ্রুতির প্রতিফলন। এয়ারটেল গেমিং অ্যারেনা শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি অভিযাত্রা। আমরা গর্বিত যে, আমরা তরুণ বাংলাদেশি গেমারদের স্বীকৃতি এবং এমন মঞ্চ দিতে পেরেছি যা তাদের অনুপ্রাণিত করবে।”

তরুণ গেমারদের যুক্ত করা, তাদের সাফল্য উদযাপন করা এবং তাদের আরও উজ্জীবিত করতে আয়োজিত এই টুর্নামেন্টটি দেশের ই-স্পোর্টস অঙ্গনে এক মাইলফলক হয়ে উঠেছে। হাজার হাজার উৎসাহী খেলোয়াড় ও সমর্থকরা একত্রিত হয়েছেন একই প্ল্যাটফর্মে।

মোট ৫১২টি নিবন্ধিত দল ও সারা দেশের ২ হাজার ৫শ’র বেশি গেমারদের অংশগ্রহণে শুরু হয় এই প্রতিযোগিতা। ছয়টি উত্তেজনাপূর্ণ রাউন্ডে তীব্র লড়াই করেন তারা। প্রতিটি ধাপে প্রতিযোগীদের কৌশল, দলগত মনোভাব ও গেমিং দক্ষতার প্রকাশ ঘটেছে।

গ্র্যান্ড ফাইনালের ইউটিউব লাইভ স্ট্রিম পাবজি মোবাইল বিভাগে বৈশ্বিকভাবে শীর্ষ স্থান অর্জন করে। ই-স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে এটি একটি সফল আয়োজন।