News update
  • Saarc experts meet to reduce livestock-origin greenhouse gases     |     
  • Bangladesh Mission in Delhi Suspends Visa Services     |     
  • Another July warrier shot in head, critical in Khulna hospital     |     
  • NCP Khulna Chief Critically Shot Amid Rising Political Violence     |     
  • Indian MP Warns Bangladesh Faces Rising Lawlessness     |     

বৃহস্পতিবার দেশে ফিরে শনিবার ভোটার হবেন তারেক রহমান: সালাহউদ্দিন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-22, 9:08pm

ertwrewewq-e9e7d79bca57878f32a33fd079c714ee1766416118.jpg




বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘আগামী বৃহস্পতিবার দেশে ফিরে আগামী শনিবার ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

সালাহউদ্দিন বলেন, ‘মনোনয়নপত্রে কিছু শর্ত শিথিলের আহ্বান জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি। মনোনয়নপত্র জমাদানে মামলা সংক্রান্ত তথ্য নিয়েও সিইসির সঙ্গে আলোচনা হয়েছে। আমরা অনেকে জানিও না কার কোথায় কত মামলা হয়ে আছে। সার্টিফাইড কপি না চাইতে অনুরোধ করেছি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে বলবে সেভাবে সহযোগিতা করবে সরকার। আশাকরি আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ উন্নতি হবে।’