News update
  • Israeli Airstrike Kills 9 in Gaza Amid Ceasefire Disputes     |     
  • Reject bigotry, discrimination, combat Islamophobia: UN chief     |     
  • New risks loom for global trade, warns UN body     |     
  • No food deliveries to Gaza as border closures continue     |     

নিউইয়র্কে ওয়াং ই-লাভরভ বৈঠক

ওয়াং হাইমান ঊর্মি কুটনীতি 2022-09-22, 7:20pm

wfghhhjh-d91ebbf79da77403a5e48872f2fe1c6e1663852824.jpg




স্থানীয় সময় বুধবার চীনা রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনের অবকাশে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লাভরভ বলেন, শাংহাই সহযোগিতা সংস্থার সমরকন্দ শীর্ষসম্মেলনে দু’দেশের শীর্ষনেতৃবৃন্দের পৌঁছানো গুরুত্বপূর্ণ মতৈক্য কাজে লাগাতে এবং দু’পক্ষের বাস্তব সহযোগিতাকে এগিয়ে নিতে তাঁর দেশ ইচ্ছুক। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব এবং বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এ দুটি প্রস্তাব বিশ্বের শান্তি, উন্নয়ন, ও ন্যায্যতাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক সমাজের সংহতি জোরদার করতে সহায়ক। রাশিয়া এর ভূয়সী প্রশংসা করে। চীনের সঙ্গে জাতিসংঘ, শাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিক্সসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক প্লাটফর্মে সমন্বয় ও সহযোগিতা জোরদার করার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ওয়াং ই বলেন, সমরকন্দ শীর্ষসম্মেলনে দু’পক্ষের শীর্ষনেতৃবৃন্দের বৈঠকে নতুন মতৈক্য অর্জিত হয়েছে। এটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে দিকনির্দেশনা দিয়েছে। রাশিয়ার সঙ্গে সার্বিক ও কার্যকরভাবে দু’দেশের শীর্ষনেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য কাজে লাগাতে চীন ইচ্ছুক। 

এ সময় তাঁরা ইউক্রেন সমস্যা এবং কোরীয় উপদ্বীপের পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।)